শিরোনাম

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিউমার্কেটে মানুষের ঢলে ভেসে গেছে স্বাস্থ্যবিধি, কর্তৃপক্ষ নির্বিকার

মিনহাজুল আবেদীন: [২] সরেজমিনে গিয়ে দেখা যায়, সামাজিক দূরত্বের বালাই নেই। বেশির ভাগ দোকানদার ও ক্রেতাদের মুখে মাস্ক নেই।

[৩] অধিকাংশ দোকানে কর্মী বাদেও ক্রেতারা ঢুকছে ইচ্ছেমতো, প্রচণ্ড ভিড়েই চলছে বেচাকেনা। দেখে বোঝার উপায় নেই দেশে মহামারি চলছে।

[৪] এক ক্রেতা জানান, ‘ স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না। মার্কেট সমিতির পক্ষ থেকে কোনও সচেতনতামূলক উদ্যোগ নেই। কোনও মানুষকেই হ্যান্ডস্যানিটাইজার বা মাস্ক পরার ব্যাপারে কিছু বলা হয় না’।

[৫] ঢাকা নিউ সুপার মার্কেট, দক্ষিণ বণিক সমিতির সভাপতি মো. সহিদ উল্ল্যাহ (সহিদ) অবশ্য দাবি করেছেন, স্বাস্থ্যবিধি মোতাবেক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ছোট শিশু বা কেউ মাস্ক না পরলে তাদের মার্কেটে ঢুকতে দেয়া হয় না। আগের তুলনায় অনেক বেশি মানুষ মাস্ক পরছে। তবে জায়গা কম হওয়ায় সামাজিক দূরত্ব বজায় রাখা পুরোপুরি সম্ভব হচ্ছে না। সম্পাদনা: মেহেদী হাসান, সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়