শিরোনাম
◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৩০ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোর আর ইয়াবা বিক্রেতার অভিনব সিন্ডিকেট, গ্রেপ্তার দুই জন

রাজু চৌধুরী: দিনের চোর রাতে সাজে ইয়াবা কারবারী। সেই চক্রের দুই জনকে সাইকেল চুরির অভিযোগে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবাও উদ্ধার করা হয়।

সোমবার ১০ মে পুলিশ জানায়, আটককৃতরা চোর হলেও প্রকৃতপক্ষে তারা ইয়াবা বিক্রেতা।

রবিবার রাতে নগরীর ডবলমুরিং থানার বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত দুইজন হলেন, আব্দুল মালেক রুমান (২২) ও বেলাল উদ্দিন রনি (২৮)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, আটককৃতরা মোট চারজনের সিন্ডিকেট। বাকি দুইজন হলেন, জনি ও রাজু। তারা চারজনই দিনের বেলা সাইকেল চুরি করে। আর রাতের বেলা ইয়াবা বিক্রি করে। তাদের দুইজন রেকি করে সাইকেলের অবস্থান নিশ্চিত করে। পরে চারজন মিলেই সেটা চুরি করে। অন্যদিকে তাদের মধ্যে একজন ইয়াবা সংগ্রহ করে। দুইজন ক্রেতা সংগ্রহ করে। বাকিজনের কাছে সেই ইয়াবা গচ্ছিত থাকে।

রবিবার রাতে যখন তারা ইয়াবা বিক্রি করতে যাচ্ছিল তখনই বলিরপাড়া সিডিএ ১ নং গলির শেষ মাথার 'জুনাইদ কটেজ' এ সাইকেল দেখে সেটা চুরি করতে যায়। কিন্তু চুরি করার সময় সেই ঘরে থাকা সিসিটিভি ক্যামেরায় দেখে চিৎকার করেন গৃহকর্ত্রী। তার চিৎকার শুনে লোকজন ছূটে এসে রুমানকে ধরতে পারলেও পালিয়ে যায় বাকিরা। পরে রুমানের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগিতা রনিকে আটক করা হয়। আটক করার সময় আব্দুল মালেক রুমানের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি মহসীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়