অনলাইন ডেস্ক: ভারতের বিহার রাজ্যের বক্সারে গঙ্গা নদীতে ভেসে এসেছে অন্তত ৪০টি অর্ধগলিত লাশ। ধারণা করা হচ্ছে, এগুলো করোনায় মৃত ব্যক্তিদের মরদেহ। সোমবার (১০ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়, লাশ ও নদীর পানি থেকে করোনা সংক্রমণের আশঙ্কায় পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রতিবেদনে বলা হয়, চৌসার মহাদেবা ঘাট থেকে লাশগুলো উদ্ধার করা হয়। স্থানীয় জেলা কর্মকর্তা অশোক কুমার বলেন, লাশগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে মনে হচ্ছে। আরেক কর্মকর্তা কে কে উপাধ্যায় বলেন, লাশগুলো ফুলে গেছে। অন্তত পাঁচ থেকে সাত দিন ধরে সেগুলো পানিতে ছিল। আমরা লাশগুলোর সৎকারের ব্যবস্থা করছি। আমাদের দেখতে হবে এগুলো কোথা থেকে এসেছে। উত্তর প্রদেশের বাহরাইচ, বারানসি নাকি এলাহাবাদ থেকে।
নরেন্দ্র কুমার নামের এক গ্রামবাসী বলেন, করোনাভাইরাস ছড়াতে পারে ভেবে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। লাশগুলো মাটিতে পুঁতে ফেলা উচিত। একজন জেলা কর্মকর্তা এসে বলে গেছেন, প্রতিটি লাশের ব্যবস্থা করার জন্য ৫০০ রুপি করে দেওয়া হবে।