শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:০২ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফ (আর্থিক) সহায়তার অর্থ বিতরণ

আরিফ উদ্দিন: পবিত্র ঈদুল ফিতর এবং করোনাভাইরাস প্রাদুর্ভাব উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে দুঃস্থ ও অসহায় সুবিধাভোগী পরিবারের মাঝে ভিজিএফ (আর্থিক) সহায়তা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের ভিজিএফ (আর্থিক) সহায়তা নগদ অর্থ বিতরণ করেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু ও কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতোয়ার রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; ভিজিএফ (আর্থিক) সহায়তা ২ হাজার ৮শ’ ৫জন এবং প্রণোদনার ৫শ’ ৫৫জনসহ মোট ২ হাজার ৮শ’ ৫জন দুঃস্থ ও অসহায় সুবিধাভোগী পরিবারের মাঝে প্রত্যেককে ৪৫০ টাকা হারে বিতরণ করা হয়। এরআগে এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি উপজেলার বেতকাপা ইউনিয়নে বেসরকারী টিভি চ্যানেল আই-এর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে ৫শ’ দুঃস্থ অসহায় পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় ইউপি চেয়ারম্যান ফজলুল হক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি ফারুক হোসেন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়