শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১০ মে, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ১০ মে, ২০২১, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধভাবে মাটি উত্তোলন করায় লাখ টাকা অর্থদণ্ড

জিএম মিজান: বগুড়ার শেরপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি তোলায় এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পৃথক অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারী জায়গা উদ্ধার করেছে। সোমবার সারাদিন ভ্রাম্যমাণ আদালত পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন। উক্ত আদালতে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা ভবানীপুর বড়াইদহ গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত সেখানে গিয়ে অভিযান পরিচালানো করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ভূমিদস্যু জুয়েলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারী কাজে বাধা দেয়ায় মোজাফ্ফর নামের এক ব্যক্তিকে এক হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অপর একটি অভিযানে মির্জাপুর বাজার থেকে তিনটি অবৈধ স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করে পাঁচ শতাংশ সরকারী জায়গা উদ্ধার করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এ প্রতিবেদক-কে বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়