শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৪:৪৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০৪:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ওয়াশিংটন পোস্টের তিন সাংবাদিকের ফোনের তথ্য জব্দ করেছে ট্রাম্পের কর্মকর্তারা

সুমাইয়া ঐশী: [২] গত শুক্রবার এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। অ্যালেন নাকাশিমা, গ্রেগ মিলার এবং আদম এনথ্স এই তিন সাংবাদিক গত ৩ মে একটি চিঠি পান। সেখানে বলা হয়, ২০১৭ সালের ১৫ এপ্রিল থেকে ঐ বছরের ৩১ জুলাই পর্যন্ত তাদের ফোনের কল রেকর্ডসহ সমস্ত তথ্য জব্দ করা হলো। বিবিসি

[৩] এর মধ্যে এ সংক্রান্ত তদন্তে তথ্য সংগ্রহ করতে তারা কাদের সঙ্গে যোগাযোগ করেছেন, কাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কতক্ষণ ধরে বলেছেন সব তথ্যই জব্দ করা হয়। সেই সঙ্গে এই তিন সাংবাদিকের ইমেল অ্যাড্রেসেও অ্যাকসেস নিয়ে নেওয়া হয় বলে দাবি। ওয়াশিংটন পোস্ট

[৪] এই তথ্য জব্দ করার সিদ্ধান্ত কবে হলো তা স্পষ্ট নয়। তবে দেশটির বিচার বিভাগের মুখপাত্র মার্ক রাইমন্ডি বলছেন, গত বছরের শেষেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তা সাংবাদিকদের হেনস্তার জন্য নয়, ববং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের। কারা এ তথ্য সাংবাদিকদের দিয়েছেন এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইন রক্ষার ক্ষেত্রে কেনও তারা ব্যর্থ হলেন, তা খতিয়ে দেখাই এর উদ্দেশ্য। নিউজ অস্ট্রেলিয়া

[৫] সাংবাদিকদের কাজের প্রতি বাধা দিয়ে কেনও এমন একটি সিদ্ধান্ত নেওয়া হলো এর কারণ আরও সুস্পষ্ট করতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন ওয়াশিংটন পোস্টের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক ক্যামেরোন বার। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়