শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ১০ মে, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সহস্র পরিবার পেলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার

গোলাম সারোয়ার: [২] জেলার আশুগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের প্রাদুভার্বকালে সাময়িক কর্মহীন বিভিন্ন শ্রেণি পেশার
অসহায় ও হতদরিদ্র এক হাজার জনকে প্রধানমন্ত্রীর খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সামাজিক দুরুত্ব বজায় রেখে চেয়ারে বসিয়ে প্রত্যেককে ১০ কেজি চাল,১ কেজি সয়াবিন তেল,১ কেজি পেয়াঁজ,আধা কেজি চিনি,আধা কেজি ডাল ও ১ প্যাকেট সেমাই দেয়া হয়।

[৩] সোমবার (১০ মে) সকালে উপজেলা পরিষদের মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে এ বিতরণ কার্যত্রুমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

[৪] বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জাবেদ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল মাবুদসহ স্থানীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ।

[৫] এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন,বর্তমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছে।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এই পরিস্থিতি নিজে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিয়েছেন। কেউ যাতে খাদ্যের অভাবে কষ্ট না পায় সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে প্রণোদনার আওতায় আনা হবে।করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রেখে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়