শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ১০ মে, ২০২১, ০৯:০৫ সকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৯:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

রহমত আলী হেলালী: [২] সিলেটের জকিগঞ্জ উপজেলার গোটারগ্রাম জামে মসজিদের সামনে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মোস্তকিম আলী (৭৫) নামের এক বৃদ্ধের নিহত হয়েছেন। তিনি জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত গোটারগ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে।

[৩] সোমবার (১০ মে) ভোরে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

[৪] মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশী রেখে যান।

[৫] স্থানীয় ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল জানান, মোস্তকিম আলী রোববার গোটারগ্রাম জামে মসজিদে আসরের নামাজ শেষে আটগ্রাম-জকিগঞ্জ রাস্তায় আসলে আটগ্রাম (নোয়াগ্রাম) এর দিলাল আহমদের বিদ্যুৎ চালিত টমটম এসে তাকে ধাক্কা দিলে মাটিতে তিন রাস্তায় পড়ে যান। এসময় গাড়িটি বৃদ্ধের পায়ে ও পুরুষাঙ্গে চাঁপ দেয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করেন। পরিবারের লোকজন তাকে সিলেটে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত ২ ঘটিকার দিকে তিনি মারা যান।

[৬] জকিগঞ্জ থানা পুলিশের উপ পরিদর্শক মোহন রায় বলেন, গোটারগ্রামে সড়ক দুর্ঘটনায় মোস্তকিম আলী নামের জনৈক বৃদ্ধ মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতের পরিবার ময়নাতদন্ত শেষে আইনানুগ সহযোগিতা চাইলে পুলিশ তাদের যথাযথভাবে সহযোগিতা করবে। তবে নিহতের পরিবারের লোকজন বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট বরাবর আবেদন করবে বলে জানিয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়