শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৬:২৮ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৬:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামের বাকলিয়া এলাকায় তিনজন ভূয়া পুলিশ গ্রেপ্তার

রাজু চৌধুরী:[২]-পুলিশ পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে মারধর ও অর্থ দাবি করার অভিযোগেে তিনজন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকা থেকে সেই তিনজন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] গত ৮ মে রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগীদের কাছ থেকে খবর পেয়েই বাকলিয়া থানা পুলিশের একটি টিম সহকারী কমিশনার মো. রাইসুল ইসলাম (চকবাজার জোন) এর তত্ত্বাবধানে, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে পুলিশ পরিচয় দেওয়া রিয়াদ করিম, মো. ওসমান ও মো. রায়হানকে আটক করে।

[৪] জানা যায়, একটি বাসায় অনৈতিক কাজ চলছে, অভিযোগ তুলে সেখানে আটককৃত তিন জন প্রতারক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির মালিককে মারধর করে মামলার ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে।

[৫] এক পর্যায়ে বাড়ির মালিক নিজের সম্মান বাঁচাতে এবং পুলিশের হাত থেকে বাঁচতে এক আত্মীয়ের বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা প্রদান করেন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রুহুল আমিন জানান, শনিবার রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার এফ ব্লকের ৩ নম্বর রোডের একটি বাসায় আটক তিনজন প্রবেশ করে নিজেদেরকে পুলিশ পরিচয় দেয়। এ বাসায় অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে দাবি করে তাদের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে থানায় নিয়ে বিভিন্ন মামলা দেওয়ার হুমকিও দেয়।

[৬] দাবি করা টাকা দিতে অস্বীকার করলে বাড়িওয়ালা মো. লিটনকে ভুয়া পুলিশ পরিচয় দেওয়া ওই তিনজন মারধর করে। একপর্যায়ে তিনজনের আচরণে ভুয়া পুলিশ মনে হওয়ায় তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে অভিযানে নেমে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটক তিনজনের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি রুহুল আমিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়