শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ইয়াবা আসক্ত হুমায়ুন মিয়া (২০) নামের এক যুবকে নজরদারিতে রাখে পুলিশ। পরে সেই মাদকাসক্ত ইয়াবা ক্রেতার পিছু নিয়ে রমজান হোসেন (২৫) নামের এক ইয়াবা কারবারিসহ দুই জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (০৯ মে) দুপুরে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক।

গ্রেপ্তারকৃত রমজান কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও (চরপাড়া) গ্রামের সুরুজ মিয়ার ছেলে ও হুমায়ুন একই এলাকার মূলগাঁও গ্রামের হোসন আলীর ছেলে। রমজান ইয়াবা কারবারি আর হুমায়ুন নিয়মিত ইয়াবা সেবন করে।

ওসি জানান, শনিবার (০৮ মে) রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ নজরদারিতে থাকা হুমায়ুনের পিছুনে নেয় থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস। পরে হুমায়ুন রমজানের ঘর থেকে ইয়াবা ক্রয় করে বাড়ির বাহির হলে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে রমজানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ ও ঘর তল্লাসী করে ১০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ব্যাপারে এসআই সুকান্ত বিশ্বাস বাদী হয়ে থানায় একটি মাদক মামলা (নং ৩) দায়ের করেন। সেই মামলায় দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়