শিরোনাম
◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৫:১১ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৫:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফসান চৌধুরী: পাকিস্তানী সৈন্য,  গ্রামবাসী ও কান্নাকাটি

আফসান চৌধুরী: ইতিহাস প্রকল্পে অফিসে অনেক মানুষ আসতেন, চেনা -অচেনা।  সবার কাছে কোনো না কোনো গল্প ৭১ নিয়ে। ওই জায়গাটা যেন ৭১ কে মনে করার, রাখার জন্য। আমরা  লক্ষ গল্পের মধ্যে বসে তা লিখে রাখিনি, আজ হারিয়ে গেছে , সূত্র জানা নেই। তবু  ভাবছি এই সব গল্পের একটা বই করবো,  যেহেতু  প্রমাণ ছাড়া তাই কাউকে বিশ্বাস করতে বলবো না, তবু বলবো, যেমন  নিচের এই গল্পটা :

[২] যুদ্ধের  প্রায় শেষ অবস্থায় একটি পাকিস্তানী সৈন্যদল  মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে,  পালতে গিয়ে পথ হারায়, ৬/৭ জনের  এই গ্রুপ কুমিল্লার কাছে ধরা পড়ে গ্রামবাসীর হাতে রাতের বেলা। গ্রামবাসী পিটিয়ে মারে তাদের প্রায় সবাই কে,  এর মধ্যে একজন আহত সৈনিক ছিল, কি করবে তাকে নিয়ে?

দড়ি বেঁধে  বাঁশে ঝুলিয়ে তাকে গ্রামে নিয়ে যায়, সোলজারটা অনেক কেঁদেছিলো, তাই তাকে বোধ হয় আর মারা হয়নি।

[৩]  ভালো হবার পর সে গ্রামেই থেকে যায়, গ্রামের মানুষ সব  ভুলে তাকে মেনে নেয়, সে বলে বিয়ে সাদি করে ওই গ্রামে থাকবে, এমনকি পাত্রীও দেখা হচ্ছিলো, কিন্তু খবর যায় ইন্ডিয়ান আর্মির কাছে, তারা  গ্রামে ঘেরা করে তাকে নিয়ে যায় ।

[৪] সেই মুহূর্তে তখন সে কাঁদছে,  গ্রাম ছাড়বে না বলে আর গ্রামবাসী কাঁদছে  তাকে ছাড়বে না বলে, ইন্ডিয়ান আর্মি কেঁদেছিলো এমন তথ্য নেই। মাত্র কয় সপ্তাহ আগে যাকে তারা মারতে গিয়েছিলো, বাঁশে ঝুলিয়ে নিয়ে এসেছিলো, তার জন্য কাঁদলো ও যে সৈন্য সুযোগ পেলে হত্যা ধর্ষণ করেছে  গ্রামবাসীদের, সে কাঁদলো। ইন্ডিয়ানরা কাঁদেনি, এবং প্রমাণ করলো সবাই কাঁদলে কাজটা করবে কে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়