শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৯ মে, ২০২১, ০৪:৪৬ সকাল
আপডেট : ০৯ মে, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারের জন্য ফেসবুকের নতুন ফিচার

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম দুটি প্লাটফর্ম ইনস্টাগ্রাম ডিরেক্ট এবং মেসেঞ্জার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার এনেছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো সহজে নিজেদের উপস্থাপন করতে পারবে। খবর আইএএনএস।

প্রতিষ্ঠানটি মেসেঞ্জারে নতুন ক্যামেরা স্টিকার উন্মুক্ত করেছে। সেই সঙ্গে শিশুরা মেসেঞ্জারের কিডস স্টিকারের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বিপরাষ্ট্রগুলোর ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

এক ব্লগপোস্টে প্রতিষ্ঠানটি জানায়, মেসেঞ্জারে চারটি ক্যামেরা স্টিকারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন এপিআই কমিউনিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে সহযোগিতা ও সচেতনতা তৈরি করতে পারবে।

প্রতিষ্ঠানটি আরো জানায়, মেসেঞ্জারের কিডস ক্যামেরা স্টিকারের মাধ্যমে এখন শিশুরা এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বিপরাষ্ট্রগুলোর ইতিহাস, ঐতিহ্য জীবনযাপনসহ অনেক বিষয় সম্পর্কে জানতে ও দেখতে পারবে।

এপিআই কালচারের ব্যাপারে অভিভাবকরা যাতে সহজেই তাদের সন্তানদের সঙ্গে আলোচনা করতে পারেন, সেজন্য এসব স্টিকার ব্যবহারে সহজ রেফারেন্স গাইডও তৈরি করা হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানানো হয়।

ফেসবুক জানায়, তারা ইনস্টাগ্রামে ভিজ্যুয়াল রিপ্লাই পাঠানোর ফিচারও যোগ করেছে। বর্তমানে শুধু আইফোন ব্যবহারকারীরা নিজেদের পছন্দের ছবি বা ভিডিও ব্যবহার করে এ রিপ্লাই দিতে পারবেন।

অন্যদিকে কেউ যদি মেসেজিংয়ের ফ্যান হয়ে থাকেন, তবে তাদের জন্য মেসেঞ্জারে অডিও রেকর্ডিংয়ে নতুন পরিবর্তন এনেছে ফেসবুক। এখন মাইক বাটন হোল্ড করে আর অডিও রেকর্ড করতে হবে না। অন্য কাজ করার পাশাপাশি আপনি সহজেই মাইক আইকন ট্যাপ করে অডিও রেকর্ড করতে পারবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়