শিরোনাম

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরের কালীগঞ্জে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

আতিকুর রহমান: গাজীপুরের কালীগঞ্জে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে আরিফ (২২) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার খুন হয়েছে।

শনিবার (৮ মে) সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের সালদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন এবং শিন শিন জাপান হাসপাতালের এক্সিকিউটিভ হাফিজুল ইসলাম।

নিহত আরিফ জাঙ্গালিয়া ইউনিয়নের সালদিয়া এলাকার সরফুদ্দিনের ছেলে। আরিফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে তার বড় ভাইয়ের ব্যবসায় সহযোগিতা করতো।

অভিযুক্ত সৎ ভাই লুতফর (২৫)। সে একই এলাকার ওয়াজ উদ্দিনের ছেলে। এছাড়াও সহযোগী আরো কয়েক জন রয়েছে।

জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ফারুক খাঁন ও স্থানীরা জানান, নিহত আরিফের বাবা সরফুদ্দিন দুই বিয়ে করেছে। প্রথম সংসারে আরিফসহ চার ছেলে এবং তিন মেয়ে রয়েছে। পারিবারিক বিরোধের জেরে শনিবার সকাল ছয়টার দিকে সরফুদ্দিনের দ্বিতীয় স্ত্রীর পূর্বের সংসারের সন্তান লুতফর আরিফকে ছুরিকাঘাত করে গুরুত্বর আহত করে। পরে সকাল সাড়ে আটটার দিকে তাকে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে ভর্তি করা হয়। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শিন শিন জাপান হাসপাতালের এক্সিকিউটিভ হাফিজুল ইসলাম বলেন, "ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় আরিফকে শনিবার সকাল সাড়ে আটটার সময় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে এগারোটার দিকে তার মৃত্যু হয়েছে।"

কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন বলেন, ''অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতির চেষ্টা চলছে।'' সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়