শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে ছিন্নমূল মানুষের পাশে অধ্যক্ষ এম সাত্তার ট্রাস্ট

জাহাঙ্গীর লিটন : [২] করোনা মহামারিতে অসহায় হয়ে পড়া ছিন্নমূল মানুষের পাশে ফের সহায়তা নিয়ে দাঁড়িয়েছে অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট।

[৩] শনিবার সকালে ট্রাস্টের উদ্যোগে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের মান্দারী-দত্তপাড়া এলাকায় ভাসমান ও ছিন্নমূল দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি, ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সাত্তার। এর আগে গতকাল শুক্রবার সকাল থেকে সদর উপজেলার দত্তপাড়া, বাঙ্গা খাঁ, হাজিরপাড়া ও লাহারকান্দি ইউনিয়নে ১২শ পরিবারের মাঝে খাদ্য ও ঈদ উপহার পৌঁছে দেন তিনি।

[৪] এছাড়া গেল বছর শুরু হওয়া করোনা কারণে লকডাউনে ঘরবন্দি অসহায় ও দুস্থ মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়ে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বপালন করা অধ্যক্ষ এম এ সাত্তার। ওই সময়ে রাস্তার পাশে ফুটপাতে ভাসমান মানুষের মাঝেও খাবার বিতরণ করেন।

[৫] জানা যায়, পবিত্র ঈদুল ফিতর ও চলমান লকডাউনে সামর্থ্যবানরা ঠিকঠাক চলতে পারলেও দেশের এক বৃহৎ জনগোষ্ঠী চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছে।

[৬] এদের মধ্যে দিনমজুর আর ছিন্নমূল মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই অতিতের মত এবারও অধ্যক্ষ এম এ সাত্তার ট্রাস্ট এসব ছিন্নমূল ও কর্মহীন মানুষদের পাশে এগিয়ে আসার ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীকাল চন্দ্রগঞ্জ ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে এসব সামগ্রী বিতরণ করার কথা রয়েছে।

[৭] ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সহ স্ব স্ব ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়