শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৭:৫১ বিকাল
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমার শরীরে সূর্য সেনের রক্ত বইছে, রাজনীতিতে আসবই, বললেন রিমি সেন

ডেস্ক নিউজ: বয়স চল্লিশ ছুঁইছুঁই, তবে এখনও বিয়ের কোনও পরিকল্পনা নেই রিমি সেনের। জানালেন, মনের মতো মানুষ খুঁজে পাননি, যাঁর সঙ্গে জীবনটা ভাগ করে নেওয়া যায়।

হাঙ্গামা, ফির হেরা ফেরি, ধুম-এর মতো ছবিতে অভিনয় করেছেন রিমি সেন। সলমন খানের নায়িকা হিসাবেও দেখা মিলেছে তাঁর। তবুও বলিউডডে শক্ত জমি খুঁজে পাননি এই বঙ্গ তনয়া। কালের নিয়মে আজ শোবিজ দুনিয়ায় অনেকটাই ফিকে রিমি। ২০১৫ সালে বিগ বস-র ঘরেও গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু তারপর আর সেভাবে কোনও ছবিতে অভিনয় করেননি। এবার রাজনীতিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন রিমি।

এক সাক্ষাৎকারে রিমি সাংবাদিকদের অনেক প্রশ্নের উত্তর দেন রিমি।

প্র: প্রায় দশ বছর হয়ে গেল লোকচক্ষুর আড়ালে আপনি। এ ভাবে লাইমলাইট থেকে সরে থাকার কারণ কী?

উ: আগে যখন অভিনয় করতাম তখন ভাল ছবিতে অভিনয় করেছি। টাকা রোজগারের জন্য বি বা সি গ্রেডের কোনও ছবিতে কাজ করিনি। কাজ করা বন্ধও করেছি নিজের শর্তে। ব্যস্ত ছিলাম নিজের প্রোডাকশন হাউসের কাজ নিয়ে। ‘বুধিয়া সিংহ’ বলে একটা ছবি গজরাজ রাওয়ের সঙ্গে প্রযোজনা করেছি, যেটা জাতীয় পুরস্কার পেয়েছে। এখন অবশ্য ক্যামেরার সামনের চেয়ে পিছনে থাকতেই বেশি ভালবাসি। আর কয়েকটা চিত্রনাট্যের নিয়েও কাজ করছি।

প্র: এক সময়ে ‘ধুম’, ‘হাঙ্গামা’, ‘হেরা ফেরি’র মতো সফল ছবিতে অভিনয় করেছেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে আপনি নিজেকে বলেছেন ‘ফার্নিচার’!

উ: হ্যাঁ, কারণ তখন যে সব ছবি তৈরি হত, সেখানে নায়িকাদের স্রেফ ফার্নিচারের মতো ব্যবহার করা হত, সাজিয়ে রাখার জন্য। ছবিতে প্রাধান্য পেত শুধু নায়কেরা। তবে এখন সময় বদলেছে।

প্র: তা হলে কি এখন কেরিয়ার শুরু করলে রিমি সেন আরও বেশি নাম করতে পারতেন?

উ: এগুলো কোনওটাই নিজের হাতে থাকে না। শুধু মাত্র ভাল কাজ আর ভাল ব্যবহার করাটা নিজের হাতে থাকে। সুপারস্টার হওয়ার ভাগ্য নিয়ে সকলে আসে না।

প্র: এখন অভিনয় করলে কী ধরনের চরিত্র করতে চাইতেন?

উ: ‘কহানি’তে বিদ্যা বালন বা ‘দিল্লি ক্রাইম’-এ শেফালি শাহের অভিনীত চরিত্র আমার খুব প্রিয়। আর এখন অভিনয় করলে শখে করব, টাকার জন্য নয়। এখন ভাল ভাল অনেক ওয়েব সিরিজ়ও হচ্ছে। তবে বোল্ড সিন বা পোশাক নিয়ে আমার কিছু শর্ত আগেও ছিল এখনও আছে। একমাত্র ‘ধুম’-এ আমি একটু রিভিলিং পোশাক পরেছিলাম, তাও কাঁদতে কাঁদতে।

প্র: বাংলা ছবিতে অভিনয় করার ইচ্ছে আছে?

উ: কেরিয়ারের গোড়ার দিকে কয়েকটা বাংলা ছবিতে অভিনয় করেছিলাম। বাংলায় অনেক বিজ্ঞাপনও করেছি। কিন্তু এখন সকলেই মুম্বইয়ে কাজ করতে চায় বেশি সংখ্যাক দর্শকের জন্য। তাই এখানে কাজ করার চাহিদা এবং তাগিদ অনেক বেশি।

প্র: বিয়ের ব্যাপারে কিছু স্থির করেছেন?

উ: আমার জীবনে স্বাধীনতা খুব প্রিয়। আমার ওয়াশরুম কারও সঙ্গে শেয়ার করতে পারি না। তাই মনে হয় না বিয়ের জন্য আমি এখনও তৈরি। একা থাকতে বেশ লাগে।

প্র: বিগ বসের ঘরে আবার যাওয়ার সুযোগ পেলে যাবেন?

উ: (হেসে) এ বার আমার নাম শুনলেই বিগ বস পালাবে! আমি যখন গিয়েছিলাম বিগ বসে, তখন সেখানে কিছুই করতাম না। ঝগড়াও করতাম না, প্লটিংও না। ঘরের এক পাশে চুপ করে বসে থাকতাম।

প্র: সবচেয়ে বেশি আনন্দ পান কীসে?

উ: আমি একাই একশো। আমার খুশি থাকা কারও উপরে নির্ভর করে না।

প্র: বাংলায় ফিল্ম জগতের অনেকেই রাজনীতিতে এসেছেন। আপনার কোনও পরিকল্পনা?

উ: আমার শরীরে সূর্য সেনের (আমার ঠাকুরদার সম্পর্কে ভাই) রক্ত বইছে, তাই রাজনীতিতে তো আসবই। তবে সেটা ভবিষ্যতে। সূত্র: আনন্দ বাজার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়