শিরোনাম
◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৬:২৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পজিটিভ পঙ্গু বাবা; আতঙ্কে চেতন সাকারিয়া

স্পোর্টস ডেস্ক : [২] দীর্ঘদিন থেকেই পঙ্গু হয়ে শয্যাশায়ী ছিলেন রাজস্থান রয়্যালসের পেসার চেতন সাকারিয়ার বাবা। তার উপর আবার কোভিডে আক্রান্ত হয়েছেন। যা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছেন রাজস্থান রয়্যালসের বোলার। তাঁর জীবনটা একেবারেই মসৃণ নয়। সে কারণেই সম্ভবত একটা আতঙ্কে থাকেন চেতন সাকারিয়া।

[৩] তবে আইপিএল খেলার পর কিছুটা হলেও তিনি পায়ের তলার মাটি খুঁজে পেয়েছেন। তাঁকে ১.২০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। অসুস্থ বাবার চিকিৎসার জন্য আইপিএল থেকে প্রাপ্য টাকাই এখন কাজে লাগবে বলে জানিয়েছেন চেতন।

[৪] তিনি জানিয়েছেন, আমি ভাগ্যবান যে, কিছু দিন আগে আমার প্রাপ্য টাকার একটা অংশ রাজস্থান রয়্যালস দিয়েছিল। সেই টাকা আমি সোজা বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। এই কঠিন সময়ে ওই টাকাটা আমার বাড়ির খুবই দরকার ছিল। বাড়ির মধ্যে আমিই একা রোজগেরে। আইপিএল আমার জীবনটা বদলে দিয়েছে।

[৫] আইপিএল শুরুর আগে নিজের ছোট ভাইকে হারিয়েছেন। আত্মহত্যা করেছিলেন চেতন শাকারিয়ার ছোট ভাই। তখন সৈয়দ মুস্তাক আলি ট্রফি চলছিল। তাঁর মা সঙ্গে সঙ্গেই এই খবর তাঁকে দেননি। যাতে চেতনের খেলায় কোনও প্রভাব না পড়ে। কিন্তু ১০ দিন পর যখন ভাইয়ের মৃত্যু সংবাদ জানতে পারেন চেতন, তখন খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রায় এক সপ্তাহ কারও সঙ্গে কোনও কথা বলেননি।

[৬] চেতন শাকারিয়ার বাবা ছিলেন লরি ড্রাইভার। কিন্তু তিনটি অ্যাক্সিডেন্টের পর এখন সম্পূর্ণ ভাবে শয্যাশায়ী। সংসার চালাতে ক্রিকেট খেলার পাশাপাশি মামার দোকানে কাজ করতেন চেতন শাকারিয়া। চেতন আইপিএলে খেলার সুযোগ পাওয়ার পর এখন অবশ্য শাকারিয়ার পরিবার বড় ছেলেকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে। একটু ভাল ভাবে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছে চেতনের পরিবার।

[৭] তবে সেই স্বপ্নের মাঝে হঠাৎ করেই বাবার কোভিড আক্রান্ত হওয়ার খবর যেন চেতন শাকারিয়ার কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। - স্পোর্টসজোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়