শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে গর্ভকালীন দুগ্ধ ভাতার টাকা তুলতে পারছে না প্রায় ২ হাজার গ্রাহক

এমদাদ খান : [২] রামগড়ে মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশের গ্রাহকরা ৫ মাস ধরে ভোগান্তিতে রয়েছে। ব্যাহত হচ্ছে সরকরি ডিজিটাল সেবা।এজেন্ট পয়েন্টে নিজেদের টাকা তুলতে পারছেন না সরকারি ভাতাভোগীরা।

[৩] এজেন্ট পয়েন্ট ঘুরে ঘুরে যথাসময়ে টাকা উত্তোলন করতে না পেরে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে শিওর ক্যাশের গ্রাহকদের মাঝে।

[৪] শিওর ক্যাশের ডিস্ট্রিবিউটরের অধিনে রামগড় বাজারে ৩০ - ৩৫ টি এজেন্ট পয়েন্ট রয়েছে।

[৫] কয়েকটি পয়েন্টে গিয়ে কথা বলে জানা গেছে,খাগড়াছড়ি জেলা শিওর ক্যাশের ডিস্ট্রিবিউটর তৈয়বী এন্টারপ্রাইজকে বিটুবির মাধ্যমে টাকা পাঠালে ডিস্টিবিউটর যথাসময়ে এজেন্ট পয়েন্টকে নানান অজুহাতে টাকা ডেলিভারি দিতে পারে না।এছাড়া এস আর (সেলস রিপ্রেজেনটেটিভ) এর মাধ্যমে ১ লক্ষ টাকা হলে বিটুবি করার পরামর্শ দেন। আগে বিটুবি করার দিনই বা তারপর দিন এস আর কিংবা রুপালী ব্যাংকের মাধ্যমে টাকা পাওয়া যেত। বিগত ৫ মাস ধরে তা করা হচ্ছে না। ফলে গ্রাহকদের থেকে টাকা নেওয়া সম্ভব হচ্ছে না।

[৬] এদিকে ডিস্ট্রিবিউটর ও এজেন্ট পয়েন্টের সমন্বয়হীনতার কারণে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক প্রাপ্ত গর্ভকালীন ভাতা,দুগ্ধ ভাতার টাকা তুলতে পারছে না প্রায় ২ হাজার সরকারি সুবিধাভোগী গ্রাহক।

[৭] দুগ্ধ ভাতা প্রাপ্ত (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন বলেন, সরকার মানুষের কষ্ট কমাতে, ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয়রানি থেকে বাঁচাতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ব্যাংকিং চালু করেছে। অথচ শিওর ক্যাশের ডিস্ট্রিবিউটের গাফিলতির কারণে সরকারের ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে।

[৮] রামগড় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, অত্র উপজেলায় প্রায় ২ হাজার ভাতা গ্রহণকারী রয়েছে। প্রতিদিন অনেকেই এসে অভিযোগ করছে এজেন্ট পয়েন্ট থেকে তারা টাকা উত্তোলন করতে পারছে না।

[৯] স্থানীয় রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ আজাদ হোসেন বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সাময়িক বন্ধ রাখা হয়েছে, অতি দ্রুত রুপালী ব্যাংক,র নিজস্ব সার্বারে কাজ শুরু হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস)রুপালী ব্যাংকের কার্যক্রমের অংশ হলেও এজেন্ট ব্যাংকিং এর সাথে শাখার কোনো সম্পর্ক নেই।

[১০] এবিষয়ে শিওর ক্যাশ"র জেলা ডিস্ট্রিবিউটর মেসার্স তৈয়বী এন্টারপ্রাইজের মালিক মোঃতারেক এজেন্টদের অভিযোগ সত্য নয় বলে দাবী করে বলেন, প্রতিদিনই এস আর রামগড়ে গিয়ে এজেন্টদের টাকা পরিশোধ করে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়