শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০২:২৭ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২১, ০২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীসহ তিনজন গ্রেফতার

মুত্তালিব মতি :[২] রাজশাহী তেকে ঢাকার উদ্দেশ্যে প্রাইভেট কার যোগে ফেনসিডিল নিয়ে যাবার সময় ৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী পরিচয়দানকারী দুইজন ও এক চালককে গ্রেফতার করেছে আদমদীঘির সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

[৩] গতকাল ৭ মে শুক্রবার সকাল ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির পোঁওতা রেলগেট এলাকা থেকে তাদের আটক ও মাদক বহনের প্রাইভেট কারটি জব্দ করেন। গ্রেফতারকৃতরা হলো রাজশাহি জেলার রাজপাড়ার লক্ষীপুর ভেরিপাড়ার আনোয়ার হোসেনের ছেলে হুমায়ন কবির (৩৫) তার স্ত্রী ঝর্না বেগম (৩১) ও চালক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ফকিরহাট ছোটদলুয়া গ্রামের ইচাহাক মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৬)।

[৪] এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজিমুদ্দিন জানান, মাদকের একটি বড় চালান প্রাইভেট কারে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে গতকাল শুক্রবার ভোর থেকেই আদমদীঘির পোঁওতা রেলগেট এলাকায় ওঁৎপেতে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ঢাকা মেট্রো- সাদা রংয়ের প্রাইভেট কারটির গতিরোধ করা হলে কারটি পালিয়ে যাবার চেস্টা করে।

[৫] এসময় ধাওয়া করে কিছুদুরে কারটি আটক করা হয়। এসময় কারের ভিতর যাত্রী বেশে থাকা রাজশাহির হুমায়ুন কবির ও তার স্ত্রী ঝর্নাকে আটক করে তাদের নিকট থাকা একটি ব্যাগে রাখা ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মাদক বহনের প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়