শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৭ মে, ২০২১, ০৪:০৬ সকাল
আপডেট : ০৭ মে, ২০২১, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিইউতে ৬ লাশ তালা দিয়ে পালালেন ডাক্তাররা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাস সংক্রমণের ভয়াল থাবায় আক্রান্ত ও মৃত্যু প্রতিদিন বাড়ছে। এসব রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিমে পড়েছে দেশটির চিকিৎসকরা। ভারতের হরিয়ানা রাজ্যর গুরগাঁও জেলার কৃতী হাসপাতালে ৬ জন মৃত রোগীকে আইসিইউতে রেখে তালা দিয়ে পালিয়েছে চিকিৎসকরা। মৃত ব্যক্তিরা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছিলেন। আরটিভি

হাসপাতালে অক্সিজেনের অভাবে করোনাভাইরাসে আক্রান্ত ৬ রোগীর মৃত্যু হয়। গত শুক্রবার (৩০ এপ্রিল) ভারতের হরিয়ানা রাজ্যর গুরগাঁও জেলার কৃতী হাসপাতালে এ ঘটনা ঘটলে বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

ঘটনাটি নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, করোনা আক্রান্ত এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই রোগীর স্বজন শুক্রবার রাতে দেখতে আসলে সেখানে কোনো চিকিৎসক, নার্স বা হাসপাতালের কর্মীকে দেখতে পান না। এরপর তিনি আইসিইউতে গিয়ে দেখেন তালাবদ্ধ এবং বেড ও মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে কয়েকজনের লাশ পড়ে আছে।

মৃতদের স্বজনদের অভিযোগ, হাসপাতালে অক্সিজেন শেষ হয়ে গেলে চিকিৎসক ও স্টাফরা আইসিইউতে রোগীদের ফেলে রেখে পালিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা মৃত ব্যক্তিদের আত্মীয়দের হামলার শিকার হতে পারেন, এই আশঙ্কায় হাসপাতালের ক্যান্টিনে আত্মগোপন করেছিলেন।

হাসপাতালটির পরিচালক ড. স্বাতী রাঠোর বলেন, অক্সিজেন সংকটের বিষয়টি স্থানীয় সরকারি কর্মকর্তা এবং রোগীর আত্মীয়দের জানানো হয়েছিল। কিন্তু তারপরও অক্সিজেন পাওয়া যায়নি। পরে রাত ১১টা নাগাদ ৬ জন রোগী মারা যান।

গুরগাঁওয়ের জেলা প্রশাসক যশ গার্গ বলেন, রোগীদের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সামলাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হাসপাতালটিতে মৃত্যুর ঘটনার তদন্ত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়