শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৫:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পরে কেউ আক্রান্ত হয়নি: অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরো বলেন দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পরে কেউ মারা গেছেন এরকম তথ্যও আমরা পাইনি। প্রথম ডোজ টিকা নেওয়ার পরে কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের স্বাস্থ্যসহ জীবনের ঝুঁকি কম।

[৩] উপচার্য বলেন, বর্তমানে কেমন আছে, ৬ মাস পরে ইমিউনিটি কেমন এবং ১ বছর পরে কতটুকু আছে, সেটা আমরা পর্যালোচনা করবো। আর যদি ইমিউনিটি না থাকে তাহলে আমাদের প্রতিবছর-ই করোনা টিকা নিতে হবে। এদিকে কোভিড-১৯ পরামর্শক কমিটি সুপারিশ করেছেন, সর্বোচ্চ সংখ্যক মানুষ টিকা নিলেও মাস্ক পড়তে হবে। সেই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

[৪] তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে করোনা টিকার দুইডোজ গ্রহণকারী ১০০ জনের মধ্যে জরিপ করে দেখতে পেয়েছি, তাদের শরীরে এন্টিবডি তৈরি হয়েছে। তিনি বলেন, এই ভ্যাকসিনের উৎপাদনকারি প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনিকার দাবি এ ভ্যাকসিন ৮০ শতাংশ মানুষের দেহে এন্টিবডি তৈরি বা করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরিতে কাজ করবে।

[৫] ফাইজার টিকার দুটি ডোজ নিয়ে একজন প্রবাসি বাংলাদেশে এসেছেন কিন্তু তারও করোনা হয়েছে। তিনি বিএসএমএমইউ ভর্তিও হয়েছেন। মনে রাখবেন টিকা নিলেও যে অসুস্থ হবেন না তা কিন্তু না। তবে করোনাভাইরাস বন্ধ হবে তাও বলা যাবেনা, আবার প্রতিবছর যে টিকা নিতে হবে তা আপাতত বলা যাচ্ছে না। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়