শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৬ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

হারুন-অর-রশীদ : [২] ছাত্রলীগের ধান কাটার রেশ কাটতে না কাটতেই করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সঙ্কট থাকায় এবার এক অসহায় কৃষকের জমির ধান কেটে দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

[৩] বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মিঠাপুর গ্রামের এরশাদ আলী নামে এক গরিব কৃষকের ৭৫ শতাংশ জমির পাকাধান যুবলীগ নেতাকর্মীরা কেটে মাঁড়াই করে বাড়িতে পৌঁছে দেন।

[৪] উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচিতে অংশ নেন, শাহাজাহান তালুকদার, ফরিদ তালুকদার, মুন্সি শফিকুল আজম, সুজন মোল্যা, সুমন খাঁন, ইমরান তালুকদার, কামরুল শেখসহ অন্য নেতাকর্মীরা।

[৫] কৃষক এরশাদ আলী বলেন, ‘আমি গরিব মানুষ। করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক না পাওয়ায় যুবলীগের নেতা-কর্মীরা আমার ধান কেটে মাড়াই করে বাড়িতে দিয়ে গেছে। আমি কৃতজ্ঞতা জানাই তাদের।'

[৬] উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম জানান, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সার্বিক নির্দেশনায় তারা গরিব কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন।' সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়