ডেস্ক রিপোর্ট: ঝিনাইদহে শহরে মাইক্রোবাসচাপায় মিলন হোসেন (৪৫) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।
বুধবার (৫ মে) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে শহরের কবি সুকান্ত সড়কের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, সাড়ে ৫টার সময় স্টেডিয়ামের পশ্চিমপাশের একটি বাড়ির প্রধান ফটকে রং করছিলেন মিলন। এসময় আদর্শপাড়া থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। বাংলানিউজ