শিরোনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৮:৪৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২১, ০৮:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা পরিস্থিতির উন্নতি না হলে ঢাবিতে জুলাই থেকে অনলাইনে পরীক্ষার সুপারিশ

শাহীন খন্দকার: [২] আগামী জুন মাসের মধ্যে দেশে করোনা পরিস্থিতির উন্নতি না হলে জুলাই মাস থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর ডিন'স কমিটি। বুধবার বিকেলে ডিন'স কমিটির সভায় এ সুপারিশ করা হয়।

[৩] ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। ড. মাকসুদ কামাল বলেন, 'আগামী জুন মাসের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি না হলে, পয়লা জুলাই থেকে অনলাইনে বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলো নিতে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ডিন'স কমিটি।

[৪] এ লক্ষ্যে সব অনুষদের ডিনদের দুই সপ্তাহের মধ্যে অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের জন্য বলা হয়েছে। ডিন'স কমিটির এ সুপারিশ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

[৫] বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি বলেন, দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সেশনজটের শঙ্কাও তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষা নেওয়ার একটা আলোচনা চলছে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা আয়োজনের কথা আমরাও ভাবছি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল বৃহস্পতিবার আমাদের জরুরি বৈঠক রয়েছে।

[৬] ঢাবি সূত্রে জানা গেছে, করোনা মহামারির কারণে গত এক বছরের বেশি সময় বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেশনজটের শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের ঘরে বসিয়ে না রেখে অনলাইনে পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিনস কমিটির বৈঠকে নেয়া সিদ্ধান্ত আগামী বৃহস্পতিবার হতে যাওয়া একাডেমিক কাউন্সিলে চূড়ান্ত করা হবে।

[৭] এদিকে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও অনলাইনে পরীক্ষার বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর নির্ভর করবে। অনলাইন পরীক্ষার প্রক্রিয়া নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা আগামী বৃহস্পতিবার (৬ মে) ইউজিসি’র সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়