শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৮:২৬ রাত
আপডেট : ০৫ মে, ২০২১, ০৮:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় চারবারের মত পেছালো বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি !

নিজস্ব প্রতিবেদক: [২] করোনাভাইরাসের প্রকোপে মাঠে গড়াতেই পারছে না বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি। করোনার দ্বিতীয় ঢেউয়ে আবারও পিছিয়ে গেছে অনূর্ধ্ব-২১ বয়সী খেলোয়াড়দের এই টুর্নামেন্ট।

[৩] শুরুতে টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারি। করোনার কারণে সেটি পিছিয়ে দেওয়া হয় কয়েকবার। সর্বশেষ সূচি অনুযায়ী, আগামী ১ থেকে ১০ জুলাই টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আবারও প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হকি ফেডারেশন। এ নিয়ে টুর্নামেন্টটি পেছালো চতুর্থবার !

[৪] হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেছেন, ‘কোভিড পরিস্থিতির কারণে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতির উন্নতি হলে এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে আলোচনা করে সামনের যে কোনও সময় সেটি হতে পারে।’

[৫] বঙ্গবন্ধু জুনিয়র এশিয়া কাপ হকি পিছিয়ে গেলেও আগের গ্রুপিং অনুযায়ী টুর্নামেন্ট হবে। ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও বাংলাদেশের সঙ্গে রয়েছে দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপে। ‘বি’ গ্রুপে খেলবে জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। এখন নতুন করে খেলার সূচি করতে হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে মুখোমুখি হবে। সেমিফাইনাল জয়ী দুই দল খেলবে ফাইনালে। এ ছাড়া থাকবে স্থাননির্ধারণী ম্যাচও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়