শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পরিদর্শন করলেন কুমিল্লা'র ডিসি

এইচএম দিদার: [২] মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের গৃহ ও ভূমিহীনদের ভূমি উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলায় মোট ৫২ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘরগুলো বাস্তবায়নে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান।

[৩] এসব ঘরের গুণগত মান দেখতে আজ বুধবার দুপুর ১ টায় এ উপজেলায় সরেজমিনে পরিদর্শনে আসেন জেলার ডিসি মোহাম্মদ কামরুল হাসান। ইলিয়টগঞ্জ, আমিরাবাদ ও গোলাপেরচর গুচ্ছগ্রাম পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

[৪] এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান," মুজিবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কুমিল্লা জেলায় গৃহহীনের ১৬৯২ টি ঘর বরাদ্দ দিয়েছেন।দাউদকান্দি উপজেলায় ৫২ টি ঘর বরাদ্দ দিয়েছেন। ঘরগলোর নির্মাণ কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়া ঐতিহ্যবাহী গোমতি নদীর নাব্যতা ফিরাতে কাজ করার কথাও জানান।"

[৫] গৃহহীনদের গুচ্ছগ্রামের ঘর পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী,দাউদকান্দি সার্কেল এএসপি মো.জুয়েল রানা,ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, অফিসার-ইন-চার্জ মো.নজরুল ইসলাম,আব্দুস সালাম চেয়ারম্যান, মাসুদ আলম চেয়ারম্যান, মঈন চৌধুরী চেয়ারম্যান, জামাল চৌধুরী চেয়ারম্যান,সদর উত্তর আ.লীগ এর সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন, উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, উপজেলা প্রজন্মলীগ সভাপতি সোহেল রানা,উপজেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মো. আল-আমিন, পৌর যুবলীগ নেতা মুরাদ চৌধুরী সুমন, ঠিকাদার সিএম ফারুক,কাদির মেম্বার প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়