শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৪:৩৭ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০৪:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘গোলাপ সুগন্ধি’ চায়ের কেজি ৩ হাজার টাকা

ডেস্ক রিপোর্ট: এবারে দেশে প্রথম বারের মতো আবিষ্কৃত হলো হালকা গোলাপ কালারের গোলাপ সুগন্ধি চা। হবিগঞ্জ জেলার বৃন্দাবন চা বাগান কর্তৃপক্ষ নতুন এই সুগদ্ধি চা আবিষ্কার করেছে।

বুধবার (০৫ মে) বাজারে এই চা কেজি প্রতি ৩ হাজার টাকা নিলামে বিক্রি হয়েছে। সকালে করোনায় মধ্যেই স্বল্প পরিসরে দেশে দ্বিতীয় চা-নিলাম মৌলভীবাজার শ্রীমঙ্গলে (২০২০-২০২১) অনুষ্ঠিত হয়। এ চা-নিলামটি মৌসুমের প্রথম। এতে দেশের বিভিন্ন প্রান্তের চায়ের ক্রেতা ও বিক্রয় প্রতিনিধিরা অংশ নেন।

এ নিলামে হবিগঞ্জ জেলার বৃন্দাবন চা-বাগান কর্তৃপক্ষ দেশে প্রথম বারের মতো গোলাপ কালারের গোলাপ সুগন্ধি চা নিলামে নিয়ে আসে। বৃন্দাবন চাবাগানের ম্যানেজার মো. নাসির জানিয়েছেন, তার জানা মতে আর কেউ এ এরকম সুগন্ধি কালারের চা করেনি। আমরাই প্রথম এটি আবিষ্কার করেছি।

তিনি জানান, চীন নানা কালারের সুগন্ধি চা আবিষ্কার করে আসছে। তাদের ধারণা থেকেই আমরা এ ধরনের চা তৈরি করছি। এর নাম করন করা হয়েছে, ‘রোজ টি’ হিসাবে। এ চায়ের লিকার খুবই সুন্দর হালকা গোলাপি কালারের। তাছাড়া এ চা পান করতে গেলে নাকে গোলাপি সুগন্ধ ছড়াবে।

শ্রীমঙ্গল টি ব্রোকারস সূত্রে জানা গেছে, এবারের চা নিলামে বিভিন্ন চা বাগান থেকে প্রায় ৬৭ হাজার ৮২৬ কেজি চা পাতা বিক্রির জন্য নিলামে উত্তোলন করা হয়। যার বাজার দাম এক কোটি টাকার ওপরে। আর সর্বনিম্ন দাম ছিল কেজি ১৫৬ টাকা। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়