শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০৪:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রকাশিত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি

রাহুল রাজ: [২]তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এই মাসেই বাংলাদেশ আসছে শ্রীলঙ্কা। ইতোমধ্যেই এই সিরিজকে সামনে রেখে প্রাথমিক দলও ঘোষণা করেছে বিসিবি। শুরু হয়েছে অনুশীলনও। তবে চূড়ান্ত ছিলোনা সিরিজের সূচি।

[৩] বুধবার, ৫ মে এক প্রেস বিজ্ঞপ্তিতে লঙ্কানদের বাংলাদেশ সফরের পুরো সফর সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির প্রকাশিত সূচি অনুযায়ী সিরিজ খেলতে লঙ্কানরা বাংলাদেশে আসবে ১৬ মে। সেখানে প্রথম দফা কোভিড-১৯ টেস্ট শেষে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর দ্বিতীয় দফা কোভিড-১৯ টেস্ট করানো হবে। ফলাফল নেগেটিভ প্রমাণিত হলে ১৯ মে থেকে অনুশীলন করতে পারবেন তারা।

[৪] সফরে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লঙ্কানরা। ২১ মে অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর ২৩ মে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে। ২৯ মে বাংলাদেশ ছাড়বেন তারা।

[৫] বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি:
১ম ওয়ানডে- ২৩ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
২য় ওয়ানডে- ২৫ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা
৩য় ওয়ানডে- ২৮ মে, ২০২১, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা

(সব গুলো ম্যাচই হবে দিবারাত্রির)
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ওয়ানডে স্কোয়াড :
তামিম ইকবাল খান, মোহাম্মদ নাইম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়