শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৩:৪২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বৃষ্টিতে পিচ্ছিল,রোদে ধুলোবালিতে নাকাল অবস্থা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক

ইকবাল হোসেন: [২] চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে উপজেলার নয়াখাল, তেমুহানী এলাকায় বৃষ্টি হলেই কাদাঁ মাটিতে সড়ক পিচ্ছল হয়ে দূর্ঘটনার শিকার হয় দুরপাল্লার লরি, ট্রাক, বাস, প্রাইভেট কার, মোটর সাইকেলের চালকরাসহ সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন।

[৩] সরেজমিন( ৪ মে) মঙ্গলবার দেখা যায়, বৃষ্টিতে পুরো সড়ক পিচ্ছল হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোর্গে পড়েছে চালকরা। তারা অভিযোগ করে বলেন, মহাসড়কের দুপাশে ৬০ টিরও বেশি ইটভাটায় ট্রাক, ডেম্পার দিয়ে মাটি নেওয়ার সময় রাস্তায় পড়ে যাওয়া কাদাঁ মাটির কারণেই দুর্ঘটনায় পড়ে দূরপাল্লার চালকরা।

[৪] গতকাল (৫ মে) সরেজমিন গিয়ে দেখা যায়, প্রখর রোদ থাকায় পুরো সড়কটি ধূলিকণায় অন্ধকারাবৃত হয়ে পড়েছে। আর এতে ধূলিকণায় বিভিন্ন সমস্যায় ভোগছে চলাচলরত গাড়ির চালকরাসহ যাত্রীরা।

[৫] সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, মহাসড়ক দিয়ে ট্রাক, ডাম্পার দিয়ে কাদাঁ মাটি না নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট দের বলে দিয়েছি। হাইওয়ে পুলিশকে এবিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

[৬] দোহাজারী হাইওয়ে থানার ওসি আব্দুর রব বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন কাজের জন্য চলাচলরত বালির ট্রাক থেকেই ধুলোবালি পড়ে আর এতেই সড়কে দুর্ভোর্গ পোহাতে হয়। তিনি আরও বলেন, আমি তাদেরকে রাস্তায় পড়া ধূলিকণা গুলো পরিষ্কার করে দেওয়ার জন্য বলেছি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়