শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০২:১৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মতিঝিলে ছিনতাইকারীর কবলে চলন্ত রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

মুস্তাফিজুর রহমান: [২] রাজধানীর মতিঝিলে ছিনতাইকারীর কবলে চলন্ত রিকশা থেকে ব্যাগ টান দিয়ে ছিনিয়ে নেওয়ার সময় নিচে পড়ে সুনিতা রানি দাস(৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পরিচ্ছন্ন কর্মীর কাজ করতেন। বুধবার (৫ মে) সকাল ছয়টায় সকাল ছয়টায় বিআরটিসি বাস ডিপো এলাকায় ঘটনাটি ঘটে।

[৩] নিহতের ছেলে রাজু দাস জানান সকালে ঋষিপাড়ার বাসা থেকে মা ও তার এক ভাগ্নে সঞ্জিত দাস সহ রিক্সা যোগে কাজে যাচ্ছিলেন পথে বাস ডিপো এলাকায় প্রাইভেটকার যোগে ছিনতাইকারীরা চলন্ত রিক্সায় তার কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রিকশা থেকে পড়ে গুরুতর আহত হন। তবে ভাগ্নে কিছুই হয়নি। শুধু মা রিকশা থেকে পড়ে গিয়েছিল।

[৪] পরে স্থানীয়রা ও ভাগ্নেসহ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মুগদা জেনারেল হাসপাতাল পরে সেখান থেকে অন্য আর একটি বেসরকারি হাসপাতাল পরে সেখান থেকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে ২০৪ নম্বর ওয়ার্ডে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলে রাজু দাস আরো বলেন, তার আম্মা বৌদ্ধ মন্দিরে দুই বছর যাবত ৮০০ টাকা রোজ হিসাবে পরিচ্ছন্ন থেকে শুরু করে রান্নাবান্নার কাজ সহ করতেন।
আর কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

[৫] সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মৃতা টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ললিন বাজার গ্রামের সুজন দাসের স্ত্রী। তার বাবার নাম গোপেন্দ্র দাস। বর্তমানে গোপীবাগ ঋষিপাড়ায় থাকতেন। তিন ছেলের জনক ছিলেন তিনি। বৌদ্ধ মন্দির এলাকায় পরিচ্ছন্নের কাজ করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়