শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০২:০৬ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বামীর সাথে আলাদা থাকা নিয়ে ঝগড়া, চট্টগ্রামে গৃহবধূর আত্মহত্যা

দিদারুল আলম:[২] যৌথ পরিবার ছেড়ে স্বামীর সঙ্গে আলাদা থাকা নিয়ে ঝগড়ার পর এক গৃহবধূ আত্মহত্যার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন লালখান বাজার এলাকা থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম চেমন আরা বেগম রোকসানা (৪০)। তিনি লালখান বাজারের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকার গিয়াস উদ্দিন বাবুর স্ত্রী।

[৩] মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। আত্মহত্যার আগের দিন স্বামীকে নিয়ে আলাদা থাকতে চাওয়াকে কেন্দ্র করে পরিবারের সাথে ঝগড়া হয় বলে জানায় গৃহবধূর ভাই মো. রফিক। অন্যদিকে, ময়না তদন্তের পর ঘটনার কারণ বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে খুলশী থানা পুলিশ।

[৪] বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।খুলশী থানার এসআই আবু হাসনাত মিশু জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তবে পুলিশ আসার আগেই গৃহবধূর স্বামী স্থানীয়দের নিয়ে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে লাশ নামিয়ে ফেলে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

[৫] নিহত গৃহবধূর ভাই মো. রফিক জানান, আত্মহত্যা করার আগের দিন সোমবার (৩ মে) স্বামীকে নিয়ে আলাদা থাকার বিষয়ে পরিবারের সাথে ঝগড়া হয় তার। এ নিয়ে মঙ্গলবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্মহত্যার সংবাদ পাই আমরা। তবে পুলিশ লাশ ময়না তদন্ত করবে। এরপর আমরা বিস্তারিত জানতে পারবো। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়