শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বংশা‌লে রিকশাচালককে নির্যাতনকারী আটক (ভিডিও)

ডেস্ক রিপোর্ট: সামাজিক যোগাযোগ মাধ্যমে রিকশাচালককে নির্যাতনের ভিডিও দেখে রাজধানীর বংশাল থেকে নির্যাতনকারী সুলতান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইত্তেফাক

মঙ্গলবার বিকেল ৬ টায় সুলতান আহমেদকে আটক করা হয় বলে ইনডিপেনডেন্টকে নিশ্চিত করেছেন বংশাল থানার অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির।

মো.শাহীন ফকির ইনডিপেনডেন্টকে বলেন, নির্যাতনকারীকে আটক করে বংশাল থানায় রাখা হয়েছে। নির্যাতনের শিকার ওই রিকশাচালককে খোঁজা হচ্ছে। যেহেতু ওই রিক্সা চালক নির্যাতনের পর জ্ঞান হারান তাই তাকে বিভিন্ন হাসপাতালে খোঁজা হচ্ছে। তাকে পেলে বাদী করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। আর তা না হলে আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নিবে পুলিশ।

একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং কে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, আজ বেলা আনুমানিক দেড়টায় রাজধানীর বংশালে স্থানীয় এক ব্য‌ক্তি এক রিকশাওয়ালাকে সজোড়ে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে রিকশাওয়ালা মাটিতে পড়ে যান এবং জ্ঞান হারান। পাশ থেকে লোকজন এগিয়ে আসেন।

পরে বিষয়টি মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তার প্রেক্ষিতে পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং ওসি বংশাল মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারী লোকটিকে খুঁজে বের করে দ্রুত তাকে আইনের আওতায় আনতে।

সেই পরিপ্রেক্ষিতে, ওসি বংশালের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্ত লোকটির নাম সুলতান আহমেদ। তিনি সেই এলাকায় স্থানীয় বাড়িওয়ালা এবং প্রভাবশালী। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়