শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১০:৩৮ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ১০:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় বোরো ফসলের আশানরুপ ফলন,কৃষকের মনে প্রশান্তি

তৌহিদুর রহমান:[২] ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে এক লাখ ১০ হাজার ৮৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে ১১হেক্টর বেশি বোরো ধানের ফলন হয়েছে। এরমর্ধ্য জেলায় ৩ লাখ ৮১ হাজার ৪১৫জন কৃষক পরিবার রয়েছে।ইতিমর্ধ্যে জেলার বিভিন্ন এলাকাসহ হাওড় অঞ্চলের প্রায় ৯০শতাংশ ধান কাটা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আশানুরুপ ফলন ঘরের আঙ্গিনায় তুলতে পেয়ে কৃষাণ-কৃষাণীর মনে বইছে আনন্দের জোয়ার।

[৩] ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এক লাখ ১০হাজার ৮৮৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছর এক লাখ ১০ হাজার ৮৯৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ১১হেক্টর বেশি বোরো ধানের ফলন হয়েছে। চলতি মৌসুমে বোরো ভালো ফলনের জন্য কৃষকদের বীজ, সার ও পানি ইত্যাদি উপকরণ নিশ্চিত করা হয়েছিল।

[৪] চলতি মৌসুমে সরকারি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচীর আওতায় ৩ হাজার ৮০০জন কৃষককে এক বিঘা করে বোরো ধান আবাদের জন্য সার ও বীজ প্রদান করা হয়। ৩৫হাজার কৃষকের মাঝে দুই কেজি হারে ৭০হাজার কেজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন বীজ কোম্পানীর সুপ্রিম সীড ও রায়ার এক কেজি হারে দেড় হাজার কৃষকের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে।

[৫] বিগত বছরের তুলনায় প্রায় সাত হাজার হেক্টর জমিতে নতুন উফশী জাতের যেমন ব্রি ধান ৮১, ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৬, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২ বৃদ্ধি পেয়েছে। গত বছরের তুলনায় এবছর বিভিন্ন প্রকার হাইব্রিড জাতের আবাদ এলাকা ৬ হাজার হেক্টর বাড়ানো হয়েছে। এ বছর প্রশাসন ও পুলিশের সহায়তায় লকডাউনে মাঝে ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, রংপুর ও হবিগঞ্জ থেকে সাত হাজার শ্রমিক জেলায় আনা হয়েছে।

[৬] জেলায় আগে থেকে ৪৫টি কম্বাইন্ড হারভেস্টার, দেশের বিভিন্ন জেলা থেকে আরো ৪৬টি এবং চলতি মৌসুমে ৬৫টি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। ৫৬টি কম্বাইন্ড হারভেস্টারের মধ্যে ভুর্তুকিমূল্যে জেলার ইউনিয়নের হাওড়ে ৭০শতাংশ ও ননহাওড়ে ৫০শতাংশ বিতরণ করা হয়। জেলায় ১৫৬টি কম্বাইন্ড হার্ভেস্টার ও ২৮টি রিপার এক যোগে ধান কাটায় ব্যবহার করা হয়েছে।

[৭] কৃষক জসিম মিয়া বলেন, বর্তমানে ধানের বাজার মূল্যও ভালো। কাঁচা ধান ৮০০ থেকে ৮৫০টাকা ও শুকনা ধান এক হাজার থেকে দেড় হাজার টাকা মূল্য পাওয়া যাচ্ছে । এবছর ধানের ভালো দাম পাচ্ছি আমরা।আরেক কৃষক শামসু মিয়া বলেন, একদিকে যেমন আশানুরুপ ফলন পাওয়া গেছে, অন্যদিকে রোদ্রের খড়া তাপ পাওয়া ধান কাটা থেকে শুরু করে শুকিয়ে ঘরে তুলবে কোন ধরনের বেগ পেতে হয়নি। তাই কৃষকের মনে শত পরিশ্রমের পরও প্রশান্তি এসেছে।

[৮] ব্রাহ্মণবাড়িয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রবিউল হক মজুমদার বলেন, কৃষকদের বোরো ধান চাষের জন্য উদ্বুদ্ধ করা হয়। এবছর ধান পাকা অবস্থায় এবছর বৃষ্টিপাত কম হয়েছে। এতে অন্যান্য বছরের তুলনা ৫-৭দিন আগেই ধান পেকেছে। ফলে ধান কাটার কাজটিও দ্রুত হয়েছে। শুষ্ক মৌসুম থাকাশ এবার ফলন ভালো হয়েছে। এতে কৃষকরা অনেক খুশি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়