শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১০:১১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২১, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে একদিনে আরও ১৪২ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৫

দিদারুল আলম:[২] চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৪ জনের করোনার নমুনা পরীক্ষায় নতুন ১৪২ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরীর ১১৩ জন এবং বিভিন্ন উপজেলার ২৯ জন। এদিন করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

[৩] চট্টগ্রামে ৯টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (৫ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

[৪] তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৫৫ নমুনা পরীক্ষা করে ২৭ জনের পজিটিভ। মহানগরীর ১৩ জন, ১৪ জন উপজেলার। চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৯টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৬ জন। বিভিন্ন উপজেলায় ৩ টি।

[৫] চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৪ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরীর ৩১ জন, উপজেলায় ৩ জন।ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৪ নমুনা পরীক্ষায় ১৬ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৪ জন, বিভিন্ন উপজেলার ২ জন।

[৬] শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৫ নমুনা পরীক্ষায় ২১ জন পজিটিভ, নগরে ১৯ জন, উপজেলায় ২ জন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ টি নমুনা পরীক্ষায় ৫ জনের পজিটিভ। মহানগরে ৪ জন এবং উপজেলায় ১ জন। আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৩৬টি নমুনা পরীক্ষায় ১৫ জন পজিটিভ। মহানগরে ১১ জন, উপজেলায় ৪ জন।

[৭] অপরদিকে, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ১৩টি নমুনা পরীক্ষায় কোন পজেটিভ নেই। মেডিকেল সেন্টার হাসপাতালে ১২ নমুনা পরীক্ষায় ৫ জনের পজেটিভ। নগরে ৫ জন।

[৮] এ ছাড়া উপজেলায় পটিয়া ১ জন, বোয়ালখালী ২ জন, রাউজান ৪ জন, ফটিকছড়ি ৭ জন, হাটহাজারী ৮ জন, সীতাকুন্ডে ৫ জন, মিরসরাই ২ জন।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫০ হাজার ৬২০ জনে।

[৯] এর মধ্যে মহানগরীতে ৪০ হাজার ৫৪৯ জন, উপজেলায় ১০ হাজার ৭১ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৫ জন, মোট ৫৪৫ জন। মহানগরীতে ৪০৪ জন, বিভিন্ন উপজেলায় ১৪১ জন।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়