শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ০৫:২০ সকাল
আপডেট : ০৫ মে, ২০২১, ০৫:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দূরে গেলেও কাছে থাকবেন বিল ও মেলিন্ডা গেটস: ২৭ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি

ইত্তেফাক: ১৯৮৭ সালে ৩১ বয়সি বিল গেটস যখন বিলিওনেয়ার হন, সেই বছরেই মেলিন্ডার সঙ্গে সাক্ষাত্ ঘটে তার। এরপর এই দম্পতির সম্পদ বেড়েছে বহু গুণ। তারা এখন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। সম্পদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তারা দান করতেও পিছপা হননি। বিশ্বের সেই শতকোটিপতি ও দানবীর দম্পতির ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটছে। তারা সোমবার একই সঙ্গে সংসার জীবনের সমাপ্তি টানার ঘোষণা দিয়েছেন। তবে সংসার জীবন থেকে দূরে থাকলেও দাতব্য সংস্থার কাজ চালাতে একই সঙ্গে থাকবেন তারা। খবর ডেইলি মেইল, বিবিসি ও সিএনএনের

বিচ্ছেদের ঘোষণায় একই বার্তা

উইলিয়াম এইচ গেটস তৃতীয় (৬৫) এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস (৫৬) তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। তারা বার্তায় লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনা এবং আমাদের সম্পর্ককে বাঁচানোর অনেক চেষ্টার পর আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলাম। গত ২৭ বছরে তিনটি অসাধারণ সন্তানকে মানুষ করেছি আমরা। আর একটি সংগঠনের জন্ম দিয়েছি, যা গোটা বিশ্বের মানুষকে স্বাস্থ্যকর জীবন অতিবাহিত করতে সাহায্য করবে। তবে একত্রে দম্পতি হিসেবে আমাদের আরো এগিয়ে যাওয়ার কিছু নেই। লিখেছেন দুই জনেই। বিবৃতিতে তারা আরো লিখেছেন, বিশ্ববাসীকে ভালো রাখার এই অভিযানে আমাদের বিশ্বাস এখনো একই জায়গায় টিকে রয়েছে। আমরা একসঙ্গেই কাজ করব। তবে দম্পতি হিসেবে আমাদের সম্পর্কও এগিয়ে নিয়ে যেতে পারব, এই বিশ্বাস আর নেই। তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের ব্যক্তিগত পরিসরকে মর্যাদা দেওয়ার আবেদন করেছেন বিল এবং মেলিন্ডা উভয়েই।

আদালতে বিচ্ছেদের আবেদন মেলিন্ডার

ওয়াশিংটনের কিং কাউন্টির একটি আদালতে ৩ মে, সোমবার স্বামী উইলিয়াম এইচ গেটস তৃতীয় এর সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। মেলিন্ডা আবেদনে ৩ মে থেকেই তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। অপ্রত্যাশিতভাবেই বিয়ে ভেঙেছে বলে তিনি আবেদনে বলেছেন।

বিল ও মেলিন্ডার পরিচয় যেভাবে

মেলিন্ডা ১৯৮৭ সালে প্রডাক্ট ম্যানেজার হিসেবে মাইক্রোসফটে যোগ দিয়েছিলেন এবং ঐ বছর তারা নিউ ইয়র্কে একটি বিজনেস ডিনারে মিলিত হয়েছিলেন। নেটফ্লিক্স ডকুমেন্টারিতে বিল বলেছেন, আমরা একে অন্যের যথেষ্ট যত্ন করেছি এবং সেখানে দুটি সম্ভাবনা ছিলো—হয় বিচ্ছেদ নয়তো বিয়ে। সাত বছর প্রেমের পর ১৯৯৪ সালের পহেলা জানুয়ারি হাওয়াইতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। নিজের দাতব্য কাজে জোর দিতে বিল গেটস গত বছর মাইক্রোসফট বোর্ড থেকে সরে দাঁড়ান।

বিলিওনেয়ার এই দম্পতির তিন সন্তান আছে এবং তারা যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। গেটস দম্পতি ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটস দ্য গিভিং প্লেজ এর উদ্যোগের সঙ্গে জড়িত যার লক্ষ্য ধনীদের সম্পত্তির সিংহভাগ দাতব্য কাজে ব্যয় করা। ফাউন্ডেশনের ওয়েবসাইট অনুযায়ী, দাতব্য কাজে তারা এ পর্যন্ত ৫৩ দশমিক ৮ বিলিয়ন ডলার দান করেছেন। ফোর্বসের হিসেবে, বিল গেটস এ মুহূর্তে বিশ্বের চতুর্থ ধনী এবং ফেব্রুয়ারিতে ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, বিল ও মেলিন্ডা গেটস দম্পতির সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ডলার। তিনি মূলত এই অর্থের মালিক হয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের মাধ্যমে। ১৯৭০ সালে প্রতিষ্ঠা করা এই কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা তিনি।

বিচ্ছেদের খরচ ও সম্পদের বণ্টন

জানা গেছে, বিল ও মেলিন্ডা গেটসের বিয়ের আগে সম্পদের বণ্টনের বিষয়ে কোনো চুক্তি ছিল না। তাই তাদের নতুন করে চুক্তি করতে হবে। বিবাহবিচ্ছেদের ফাইলে তারা সেটি জানিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী, তাদের সম্পদ বণ্টন, সন্তানদের দেখভাল এবং ঋণের বণ্টনের বিষয়টি নির্ধারিত হবে। মেলিন্ডা বলেছেন, তাদের তিন সন্তানই প্রাপ্তবয়স্ক। তাই সন্তান নিয়ে তাদের মধ্যে কোনো সমস্যা হবে না। বিবাহবিচ্ছেদ নিয়ে তারা কোনো ঝামেলায় জড়াতে চান না। তবে এরই মধ্যে বিল গেটস অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেটের আইনজীবী এবং তার (বিল গেটস) বন্ধু চার্লি টি মাঙ্গারকে ভাড়া করেছেন। ৯৭ বছর বয়সি এই আইনজীবী ১৯৫০-এর দশকে এক সময় তার নিজের বিবাহবিচ্ছেদের সময় সব অর্থ হারিয়েছিলেন। এরপর তিনি আবার আয় শুরু করেন এবং বিপুল সম্পদের মালিক হন।

চ্যালেঞ্জিং সময় পার করছে পরিবার : জেনিফার গেটস

বিল গেটস দম্পতির তিন সন্তান। তারা হলেন জেনিফার গেটস (২৫), রোরি গেটস (২১) এবং ফোবি গেটস (১৮)। জেনিফার গেটস তার বাবা-মায়ের বিচ্ছেদের ঘোষণার পর ইনস্টাগ্রামে এক পোস্টে বন্ধুদের উদ্দেশে জানিয়েছেন, ‘আমাদের পরিবার এখন কঠিন সময় পার করছে। আমি আমার পরিবার এবং আবেগকে কীভাবে এগিয়ে নিয়ে যাব তা এখনো শিখছি। তবে সেই সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। বিচ্ছেদের বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। তবে বন্ধুরা তোমাদের সমর্থন এবং সহানুভূতির অর্থ পুরো বিশ্বের আমাকে সমর্থন করা’।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়