শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৫ মে, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ০৫ মে, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্যালকের বাড়িতে বোমা মেরে স্ত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ভগ্নিপতি আটক

জাহিদুল কবির: যশোর সদর উপজেলার রামনগর বিহারী কলোনী এলাকায় শ্যালকের বাড়িতে বোমা মেরে স্ত্রীকে উঠিয়ে নেয়ার চেষ্টা অভিযোগে ভগ্নিপতি মোস্তাক আহমেদ পাপ্পুকে (৪০) আটক করেছে পুলিশ। পাপ্পু ওই এলাকার মোতালেব হোসেন দুলালের ছেলে। এ ঘটনায় সোমবার (৩ মে) মুরাদ হোসেন কোতয়ালি থানায় মামলা করেন। মামলায় পাপ্পুসহ অজ্ঞাত নামা ৩/৪ জনকে আসামি করা হয়।

মামলায় ওই এলাকার শওকত আলীর ছেলে মুরাদ হোসেন (৩২) এজাহারে উল্লেখ করেছেন, ১৭/১৮ বছর আগে আসামি পাপ্পুর সাথে তার বোন আফসানা পাভীনের (৩৫) বিয়ে হয়। দীর্ঘ দাম্পত্য জীবণে তাদের তিনটি কন্যা সন্তান আছে। সংসার চলাকালে আসামি পাপ্পু আরো দুইটি বিয়ে করে। এই নিয়ে সংসারে নানা রকমের সমস্যা চলে আসছিলো। প্রায় সময় পাপ্পু তার বোনের ওপর শারীরিক ও মানুষিক নির্যাতন করতো।

এক সময় মনমালিন্য হওয়ায় তার বোন তার বাড়িতে এসে বসবাস করতে থাকে। গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পাপ্পু তার সাথে আরো ৪/৫জনকে নিয়ে তার বাড়িতে গিয়ে তার বোনকে মারপিটের চেষ্টা করে। তিনি বাঁধা দিলে তাকেও মেরে ফেলার হুমকি দেয়। পরে বাড়ির সামনে একটি বোমা ছুড়ে মারে। কিন্তু সৌভাগ্যক্রমে বোমাটি বিস্ফোরিত হয়নি। বোমাটি বিস্ফোরিত হলে জানমালের ক্ষয়ক্ষতি হতো। তিনি এ সময় চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়। পরে পুলিশ বাড়ির সামনে থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। এই ঘটনায় মামলা হলে পুলিশ সোমবার রাতে পাপ্পুকে আটক করে।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই খান মাইদুল ইসলাম রাজিব জানিয়েছেন, মামলা হওয়ার পর সোমবার রাতে পাপ্পুকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানাগেছে সে একজন খারাপ প্রকৃতির লোকজন। তার স্বভাব চরিত্র ভাল না। এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত। মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়