শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমই‘এ শীঘ্রই চালু হচ্ছে ফরেনসিক মেডিসিন বিভাগ ও ৩ বছর মেয়াদী রেসিডেন্সী কোর্স

শাহিন খন্দকার: [২] আজ ৪ মে ২০২১ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমই) উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় তিনি এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগ একটি স্পর্শকাতর বিভাগ। ময়না তদন্তের মতো গুরুত্বপূর্ণ কাজ এই বিভাগের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। অপমৃত্যু, ধর্ষণ, হত্যাসহ অনেক স্পর্শকাতর বিষয়গুলোর প্রকৃত কারণ এই বিভাগের মাধ্যমে জানা যায়। যে কারণে চিকিৎসা বিজ্ঞান ও অপরাধ দমনে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

[৩] প্যালিয়েটিভ মেডিসিন বিষয়ক সভায় ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিরাময় অযোগ্য রোগীদের সেবার পরিধি আরো বৃদ্ধি ও এ সংক্রান্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ প্রদান করেন। দেশে করোনা ভাইরাসের মিউটেন্ট ভ্যারিয়েন্ট নির্ধারণের উপর গুরুত্বারোপ করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভায় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও এ বিষয়ে সেবামূলক কার্যক্রম জোরদার করার পরামর্শ দেন।

[৪] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আজ চলমান কঠোর লকডাউনের মাঝেও ১৯২২ জন কোভিড ১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন। গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন এবং আজ ৪ মে ২০২১ইং পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ২ শত ১ জন।

[৫] বেতার ভবনের পিসিআর ল্যাবে ৪ মে পর্যন্ত পর্যন্ত ১ লক্ষ ৩৮ হাজার ৮ শত ১৯ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। ফিভার ক্লিনিকে আজ পর্যন্ত মোট ৯৩ হাজার ৭ শত ৯০ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। করোনা ইউনিটে মোট ৮ হাজার ৪ শত ৭৫ জন রোগী সেবা নিয়েছেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়