শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৮:০৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েসাইটগুলো দৃষ্টিসহ সকল প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী করার দাবি

শরীফ শাওন: [২] মঙ্গলবার মানুষের জন্য ফাউন্ডেশনের ওয়েবিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে প্রবেশ সুবিধা নিশ্চিত করতে হবে। এতে সমাজে তাদের অংশগ্রহণ, যোগাযোগ ও মতবিনিময়ে সমতা আসবে।

[৩] দৃষ্টি প্রতিবন্ধী কনসালটেন্ট ভাস্কর ভট্টাচার্য বলেন, সরকারি উদ্যোগের কারণেই দেশের ৫৭টি মন্ত্রণালয়ের ৩৫৩টি উপজেলায় সক্রিয় ওয়েব পোর্টাল আছে। তবে দেশের অধিকাংশ সংস্থার ওয়েব পোর্টাল এবং ওয়েব পেজ প্রতিবন্ধীবান্ধব নয়।

[৪] ভাস্কর ভট্টাচার্য অডিট প্রতিবেদনে বলেন, কি বোর্ড চালানো, বাংলা পিডিএফ ফরমেট পাঠ, প্রতিবন্ধী পাঠ উপযোগী ক্যাপশন ছাড়া ছবি, সিকিউরিটি কোডে প্রবেশ, টাইমার বেইসড ওয়েবপেইজ, টেবিল ও চার্টগুলোতে তাদের পাঠ উপযোগী ব্যবস্থা না থাকার কারণে প্রতিবন্ধীরা নানা সমস্যায় থাকেন এবং অধিকাংশই ওয়েব পেজের বিষয়ে তারা জানতে পারেন না।

[৫] জাতিসংঘের ‘কনভেনশন অন দ্য রাইটস অব পারসনস উইথ ডিসএবিলিটিস’ এর ৯ ও ২১- এ বলা হয়েছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক সুবিধা ও জরুরি সেবা যেন সব প্রতিবন্ধী মানুষের জন্য সহজ করা হয়। দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামও এমনকিছু প্রযুক্তিগত গাইডলাইন উদ্ভাবন করেছে, যার মাধ্যমে সর্বজনীনভাবে প্রবেশাধিকার সম্মত ও গ্রহণযোগ্য ওয়েবসাইট তৈরি করা সম্ভব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়