শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:৩০ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৩:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে প্রাইভেটকারসহ ২৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ৩

গোলাম সারোয়ার: [২] দুটি পৃথক অভিযানে জেলার আশুগঞ্জ থানাধীন টোলপ্লাজা এলাকা থেকে ২৬ কেজি গাঁজা, ১টি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ-৪০০০/-টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।

[৩] মঙ্গলবার (৪ মে) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] র‌্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক অভিযানে গত ৩ মে রাত ৮টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মনবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন গোলাচত্তর যাত্রী ছাউনীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কুতুব উদ্দিন (৩২), পিতা-ধন মিয়া, গ্রাম-শ্রীনগর, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা, মাদক বিক্রয়ের নগদ-৪০০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়।

[৫] অপর একটি অভিযানে গত ৩ মে রাত ১০টা ৩০ মিনিটে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প,কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার অনুমান ২০০ গজ পূর্ব দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শহিদ মিয়া(৩০), পিতা-আফতাব মিয়া, গ্রাম-বরকাপন এবং মোঃ ইব্রাহীম (৪০), পিতা-মৃত ইসমাইল মিয়া, উভয় থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৬ কেজি মাদকদ্রব্য গাঁজা, ১টি প্রাইভেটকার উদ্ধার করে জব্দ করা হয়।

[৬] ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। তারা বর্ণিত গাঁজার চালান রাজধানীর জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামীরা স্বীকার করে।

[৭] উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়