শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০১:২৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২১, ০৫:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঁশখালীতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকদের পরিবারকে আপাতত ৫ লাখ টাকা করে দিতে হাইকোর্টের নির্দেশ

নূর মোহাম্মদ: [২] আইন ও সালিশ কেন্দ্রসহ ৬টি সংগঠনের পৃথক দুটি রিট আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট এ নির্দেশ দেন। এস আলম গ্রুপকে ওই টাকা পরিশোধ করতে বলা হয়েছে। এস আলম গ্রুপের আইনজীবী আরশাদুর রউফ শুনানিতে বলেন, নিহতদের পরিবারকে ইতোমধ্যে ৩ লাখ টাকা করে দেওয়া হয়েছে। তখন আদালত বলেন, আরও ২ লাখ টাকা করে দেন।

[৩] সংঘর্ষের ঘটনা তদন্তে পুলিশ ও চট্টগ্রাম জেলা প্রশাসকের করা দুটি কমিটির প্রতিবেদন আগামী ৪৫ দিনের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আহত শ্রমিকদের কীভাবে কত টাকা খরচ দেওয়া হয়েছে, চিকিৎসায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে, একই সময়ের মধ্যে এস আলম গ্রুপকে সে বিষয়েও জানাতে বলা হয়েছে। এছাড়া শ্রমিক ও এলাকাবাসীকে যাতে হয়রানি করা না হয়- প্রশাসনকে তা নিশ্চিত করতে বলেছেন হাইকোর্ট।

[৪] ওই সংঘর্ষের ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে এবং হতাহত শ্রমিকদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ওই ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। এছাড়া নিহতদের পরিবারকে তিন কোটি ও আহত শ্রমিকদের দুই কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

[৫] বকেয়া বেতন আর রমজান মাসে ইফতার ও তারাবির নামাজের সময় দিতে গত ১৭ এপ্রিল শ্রমিকরা বিক্ষোভ করলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়