শিরোনাম
◈ ১৩ নভেম্বর কী হতে যাচ্ছে? ককটেল বিস্ফোরণ, আগুন, আর স্বনিরাপত্তায় ব্যস্ত নগরবাসী ◈ গণভোটের চেয়ে পেঁয়াজ সংরক্ষণাগার তৈরি করা বেশি জরুরি: তারেক রহমান (ভিডিও) ◈ চট্টগ্রামে লালদিয়া টার্মিনাল: ৩০ বছরের অপারেশন এপি মুলারের হাতে, বিনিয়োগ হবে ৫৫০ মিলিয়ন ডলার ◈ ইসি’র নতুন নির্দেশনা: প্রবাসীদের ভোটার নিবন্ধনে যা যা লাগবে ◈ সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় অভিযান, সাতজন আটক (ভিডিও) ◈ মিয়ানমারের সহিংসতায় নতুন ঢল, ১০ মাসে দেশে ঢুকেছে ১ লাখ ৩৬ হাজার রোহিঙ্গা ◈ “গুজবে কান দেবেন না’—লকডাউন ঘিরে নাগরিকদের আশ্বস্ত করলেন ডিবি প্রধান ◈ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯ ◈ কার্গো ভিলেজে এখনো ধ্বংসস্তূপ: তিন সপ্তাহ পরও সমন্বয়হীনতা তিন সংস্থার মধ্যে ◈ মাইলস্টোন দুর্ঘটনা: সাড়ে তিন মাস চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন যমজ দুই শিশু

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ০৩:৪৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দীর্ঘ ২৭ বছর সংসারের পর বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ

আখিরুজ্জামান সোহান: [২] দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে আজ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে তারা জানিয়েছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে আরও বহুদূর যাওয়ার ব্যাপারে আমরা আর আস্থা রাখতে পারছি না।’ বিবিসি, সিএনএন,ডয়চে ভেলে

[৩] মঙ্গলবার (৩ মে) মার্কিন ধনকুবের জুটি টুইটারে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে লিখেছে, ‘আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনা এবং প্রচুর পরিশ্রমের পরে, আমরা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে একসঙ্গে জনহিতকর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

 

[৪] বিল গেটস এবং তার স্ত্রী যৌথভাবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। সংস্থাটি সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে বিলিয়ন ডলার ব্যয় করেছেন। ফোর্বসের তথ্য মতে, বিল গেটস বর্তমানে পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ ধনী। এখন তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ডলার।

 

[৫] ১৯৮৭ সালে মেলিন্ডার সঙ্গে পরিচয় হয় বিল গেটসের। পরে তারা প্রণয়ে জড়ান, সেই প্রণয় গড়ায় পরিণয়ে। ১৯৯৪ সালে লানাইয়ের হাওয়াই দ্বীপে বিবাহবন্ধনে আবদ্ধ হন গেটস দম্পতি। জানা যায়, বিয়েতে আমন্ত্রিত অতিথিদের উড়িয়ে আনতে  লানাইয়ের সব হেলিকপ্টার ভাড়া করেছিলেন এই ধনকুবের। তাদের সংসারে তিন সন্তান রয়েছে।

 

[৬] বিল গেটস সত্তরের দশকে প্রতিষ্ঠা করেন বৃহত্তম সফটওয়্যারভিত্তিক প্রতিষ্ঠান মাইক্রোসফট। জনহিতকর কর্মকাণ্ডে মনোনিবেশ করতে প্রায় ৪৫ বছর দীর্ঘ পেশাদার জীবন শেষে গত বছর মাইক্রোসফ্টের বোর্ড থেকে সরে আসেন গেটস। বর্তমানে প্রতিষ্ঠানটির চিফ অব এক্সিকিউটিভ হলেন ভারতীয় বংশোদ্ভত নাগরিক সত্য নাদেলা। তিনি ২০১৪ সাল থেকে এই পদে কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়