শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৪ মে, ২০২১, ১২:৪৪ রাত
আপডেট : ০৪ মে, ২০২১, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গর্জনিয়া বাজারে আবারও ১০ হাজার ইয়াবাসহ আটক ১

হাবিবুর রহমান সোহেল: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি'র) ধারাবাহিক অভিযানে ফের ৩০ লাখ টাকার ইয়াবাসহ সীমন্তের এক কুখ্যাত ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার আয়াতুল্লাহ (৩২)। সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি মোস্তাক আহাম্মদ এর ছেলে বলে জানা গেছে। সোমবার (৩ মে) বিকাল ৩ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির সহকারী অধিনায়ক জাহিদুল ইসলাম ভূইয়ার নির্দেশে, কেপ্টেন খালেদিন এর নেতৃত্বে বিশেষ টিমের জোয়ানরা রামুর গর্জনিয়া বাজারের দক্ষিণ গলির একটি মুদি দোকান থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হন।

এসময় তার সাথে থাকা ঐ এলাকার আরো দুই ইয়াবা কারবারী পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। এছাড়াও বিজিবি'র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী। বিজিবি সূত্রে জানা যায় আটক ইয়াবা ট্যাবলেট গুলো সীমান্তের চোরাই পথ দিয়ে আসছিলো। খবর পেয়ে বিজিবি ইয়াবাসহ তাকে হাতে নাতে ধৃত করে। উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা। সোমবার রাতে আসামীসহ ইয়াবা গুলো রামু থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দেওয়া হয়। ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আব্দুল আজিজ আহমেদ বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়