শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সীমিত পরিসরে পালিত হলো স্বাস্থ্য অধিদফতরের সুবর্ণজয়ন্তী

শিমুল মাহমুদ: [২] ১৯৭১ সালের ২ মে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকারের) প্রথম অধিদফতর হিসেবে স্বাস্থ্য অধিদফতর গঠিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ভার্চুয়াল সভা করে স্বাস্থ্য অধিদফতর।

[৩] সভা শেষে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা এবিএম খুরশিদ আলম বলেন, শুন্য থেকে আজকের অবস্থান এবং প্রান্তিক জনগোষ্টি পর্যন্ত আমাদের স্বাস্থ্য সেবা পৌঁছে নিয়ে যাওয়া; এর বীজ বপন হয়েছিলো মুক্তিযুদ্ধের সময়। ১৯৭১ সালের ২ মে বাংলাদেশ সরকারের (মুজিবনগর সরকারের) প্রথম অধিদফতর হিসেবে স্বাস্থ্য অধিদফতর গঠিত হয়।

[৪] তিনি বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে অনেক স্বাস্থ্যকর্মী যেভাবে শাহাদাৎ বরণ করেছেন, বর্তমানে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধেও অনেক স্বাস্থ্যকর্মী শাহাদাৎ বরণ করেছেন। এই সাহসী মানসিকতার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই আত্মত্যাগ আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।

[৫] সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘দুই সপ্তাহের জন্য ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ রয়েছে। সেটি বাড়ানোর বিষয়টি আজ একটি বৈঠক রয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসতে পারে।’

[৬] গণপরিবহনের চালুর বিষয়ে এবিএম খুরশিদ আলম বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে নিদের্শনা তো রয়েছেই, কিন্তু জীবনের তাগিতে কিছু ছাড় দিতেই হয়। তবে সবাই যেনো স্বাস্থ্যবিধি মেনে যাতায়ত করে এটাই আমাদের কাম্য।’

[৭] টিকা প্রসঙ্গে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘বিভিন্ন দেশের যে সমস্ত জায়গায় অ্যাস্ট্রাজেনেকার টিকা তৈরি করেছে। আমরা সে সমস্ত জায়গা যোগাযোগ করছিএবং চিঠি দিয়েছি। এখন পর্যন্ত আমাদের কাজে চ’ড়ান্ত কোনো তথ্য নেই যে কবে পাবে। চীন এবং রাশিয়ার টিকার বিষয়েও আলোচনা চলছে এটির ও এখনো চ’ড়ান্ত কিছু হয়নি।

[৮] তিনি বলেন, দ্বিতীয় ডেজোর টিকাদানে যদি কোনো কারণে সংকট হয় তখন আমরা যেনো ১২ সপ্তাহে যেতে পারি সেভাবে আমরা কাজ করছি। যদি কোনো কারণে চলতি সপ্তাহে টিকা পাওয়া না যায় সেক্ষেত্রে ১২ সপ্তাহের সুযোগ আমাদের রয়েছে।

[৯] অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আমরা যে টিকা দিচ্ছি সেটি কাজ করছে কিনা এ বিষয়ে এখানো গবেষণা চলছে। সেটি করছে আইইডিসিআর। তবে আমি মনে করি আমাদের টিকাটি কাজ করছে। কারণ, আমি নিজেও প্রথম টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত হই। খুব সাধারণ মৃদ্যু উপসর্গ ছিলো সেরে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়