মাহিন সরকার: [২] বাংলাদেশ ইনিংসের ৪৮ ওভার শেষে আলোকস্বল্পতায় বন্ধ রয়েছে খেলা। বাংলাদেশ সময় ৫টা ১৫ মিনিটে আম্পায়ার লাইট মিটার দিয়ে পর্যবেক্ষণের পর খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২৬০ রানে, শ্রীলঙ্কার প্রয়োজন ৫ উইকেট।
[৩] সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ১৭৭/৫ (মেহেদি ৪*, লিটন ১৪*) ; প্রথম ইনিংস- ২৫১ শ্রীলঙ্কা: দ্বিতীয় ইনিংস- ১৯৪/৯ ডিক্লে; প্রথম ইনিংস ৪৯৩/৭ ডিক্লে।
আপনার মতামত লিখুন :