শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০২:১৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০২:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন নারী সাংসদ

মোতাহার খান: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনে ধানকাটা শ্রমিক না থাকায় শ্রীপুর উপজেলা আওয়ামী কৃষকলীগের শতাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এক কৃষকের আড়াই বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা সম্পাদক অধ্যাপিকা রোমান আলী টুসি।

[৩] মহান মে দিবসে শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের কৃষক মোশারফ হোসেনের জমির ধান কেটে ধানে আঁটি মাথায় নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়ে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন তারা।

[৪] কৃষক মোশাররফ হোসেন বলেন, করোনার কারণে কোথাও ধানকাটার শ্রমিক খুঁজে পাচ্ছিলাম না। ক্ষেতের পাকা ধান নিয়ে খুব চিন্তায় ছিলাম।নারী এমপি অধ্যাপিকা রুমানা আলী টুসি কৃষকলীগের নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দেওয়ায় আমি খুব খুশি হয়েছি।

[৫] অধ্যাপিকা রোমান আলী টুসি বলেন, করোনার কারণে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। চলতি বোরো ধান পেকে ক্ষেতেই পড়ে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের কৃষকলীগসহ সব অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তার নির্দেশে কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষকের পাশে দাঁড়াবে কৃষকলীগ।ক্ষেতে একটি ধান থাকাবস্থায় আমরা কৃষকের সঙ্গে আছি।

[৬] এ সময় নারী এমপির সঙ্গে ছিলেন গাজীপুর জেলা আওয়ামী কৃষকলীগের সভাপতি আতিকুল ইসলাম লিটন, উপজেলা কৃষকলীগের সভাপতি কবির হোসেন সহ উপজেলা কৃষকলীগের শতাধিক নেতাকর্মী। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়