শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০১:৩০ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ০১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নওগাঁয় টিকা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা

আশরাফুল নয়ন: [২] নওগাঁয় করোনা ভ্যাকসিন (কোভিড-১৯) টিকা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যে পরিমাণ টিকা আছে আর কয়েকদিন কার্যক্রম চালানো যাবে।

[৩] জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও জেলার ১০টি উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ মোট ৩৮টি বুথে টিকা প্রদানের কার্যক্রম করা হচ্ছে। গত ৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়। জেলায় এখন পর্যন্ত ১ লাখ ৫১ হাজার ৩৭২ জন টিকা নিয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছে ১লাখ ৫৮১ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছে ৫০ হাজার ৭৯১ জন।

[৪] প্রথম পর্যায়ে প্রতি ভায়েলে ১০টি ডোজ হিসেবে ৮৪ হাজার ৪০০ ডোজ টিকা আসে। দ্বিতীয় পর্যায়ে আসে ১ লাখ ৬৫ হাজার ডোজ। গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়। এখন পর্যন্ত ৯ হাজার ৯৬০ ডোজ টিকা মজুদ আছে।

[৫] প্রথম ডোজ যে পরিমাণ টিকা দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজের ক্ষেত্রে সে পরিমাণ দেওয়া সম্ভব হবে না। এতে করে টিকা দেওয়ার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

[৬] করোনা মোকাবিলায় প্রথম সারির যোদ্ধা হিসেবে চিকিৎসক ও নার্স, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, মুক্তিযোদ্ধা, বয়স্কর ও মসজিদের ইমামদের অগ্রাধিকার দেওয়া হয়। পরবর্তী ধাপে সাধারণ মানুষকে টিকা দেওয়া হয়।

[৭] নওগাঁ সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বলেন, যতক্ষন টিকা আমাদের হাতে আছে ততক্ষন টিকা প্রদানের কার্যক্রম চালিয়ে যাবো। সরকার সংগ্রহের চেষ্টা করছেন। দ্রুত সময়ের মধ্যেই আমরা আরো কিছু টিকা পাবো বলে আশা করছি। তাহলে কোনো সংকটই বুঝতে পারব না। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়