শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ০২ মে, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

রাশিদুল ইসলাম : [২] মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলোকে সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে বলেছেন আফগানিস্তানে গত দুই দশকের যুদ্ধের তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর। অস্টিন শনিবার ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রধানের পরিবর্তন উপলক্ষে এক বক্তব্যে এ সতর্কবাণী উচ্চারণ করেন। প্রেসটিভি

[৩] প্রযুক্তি দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামনের দিকের সংঘাত শুধু জল, স্থল ও আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা মহাকাশ ও সাইবার জগতেও ছড়িয়ে পড়বে। কাজেই যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাঁচ ধরনের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

[৪] ইন্দো-প্যাসিফিক কমান্ডের বিদায়ী কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন বলেন প্রধান কৌশলগত প্রতিদ্বন্দ্বী হচ্ছে চীন। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিকে যুক্তরাষ্ট্রের কথিত উদারনৈতিক মতাদর্শের জন্য হুমকি দাবি করে বলেন শান্তি বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেরকে যুদ্ধ জয়ের প্রস্তুতি নিতে হবে।

[৫] এদিকে মার্কিন সেনাবাহিনীর স্পেস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল জন রেমন্ড বলেছেন, চীন ও রাশিয়া এমন অস্ত্র তৈরি করেছে যেগুলো দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহগুলোকে নিষ্ক্রীয় বা ধ্বংস করে দেয়া সম্ভব। তিনি শনিবার ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়