শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ০২ মে, ২০২১, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সারা ভারতে অবিলম্বে পূর্ণ লকডাউন দেওয়ার জরুরি পরামর্শ দিলেন ফাউচি

রাশিদুল ইসলাম : [২] ভারতে প্রতিদিন কোভিড সংক্রমণ যে ভাবে বল্গাহীন আকার নিচ্ছে তাতে যত দ্রুত সম্ভব ভারতে কয়েক সপ্তাহের পূর্ণ লকডাউন জারি করা উচিত বলে উপদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরামর্শদাতা ও দেশটির সংক্রমণ রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। টাইমস অব ইন্ডিয়া

[৩] ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে সারাভারতে পূর্ণ লকডাউনের কথা বলে তিনি বলেছেন, অক্সিজেন, ওষুধ, পিপিই কিটের মতো চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম সরবরাহ অব্যাহত রাখার পাশপাশি লকডাউন এবং অন্যদিকে সুষ্ঠু চিকিৎসা পরিষেবা দুটিকে একসাথে চালাতে পারলে তবেই সংক্রমণ রোখা সম্ভব।

[৪] ভারতের সার্বিক কোভিড পরিস্থিতি নিয়ে ফাউচি বলেন, ভাইরাস মোকাবেলায় দেশটিতে অনেকটা আগেই জয় ঘোষিত হয়েছিল। অনেকের মতে, মোদি সরকারের উদ্দেশেই এই মন্তব্য করেছেন বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টা।

[৫] তিনি বলেন, কেউ দেশকে তালাবন্ধ রাখতে চায় না। কিন্তু পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে। সেই পরিস্থিতির কথা অনুধাবন করেই বলছি, এখনই ভারতে পূর্ণ লকডাউন দরকার।

[৬] ফাউচি বলেন, আমি টানা ছয় মাস লকডাউন করার কথা বলছি না। কিন্তু কয়েক সপ্তাহ টানা লকডাউন প্রয়োজন। যা সংক্রমণের চক্রকে ভেঙে দেবে। লকডাউন ঘোষণা করে তা সঠিক ভাবে কার্যকর করতে হবে। তবেই সংক্রমণ রোখা সম্ভব।

[৭] চীনের উদাহরণ টেনে ফাউচি বলেন গতবছর দেশটিতে যখন সংক্রমণ মাত্রা ছাড়ায়, তখন তারাও পূর্ণ লকডাউন করেছিল। সেই লকডাউন ছিল ধাপে ধাপে। কখনও কয়েক সপ্তাহ। কখনও টানা আড়াই মাস। যখন যেমন পরিস্থিতি হয়েছে।

[৮] ফাউচি ভারতের বিপুল জনসংখ্যা ও জনঘনত্বের কথা মাথায় রেখেই এই উপদেশ দিয়েছেন। কারণ এই ঘন জনবসতিপূর্ণ দেশে গোষ্ঠী সংক্রমণের শঙ্কা বিপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়