শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২১, ১২:৪১ রাত
আপডেট : ০২ মে, ২০২১, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনের নিরাপত্তা চেয়ে মুনিয়ার বোনের থানায় জিডি

আদিত্য রহমান  : [২] জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী ( জিডি) করলেন গুলশান ফ্ল্যাটে উদ্ধার হওয়া নিহত মোশারাত জাহান মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া। আজ শনিবার বেলা ২ টায় তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করেন।

[৩] নুসরাত জাহান জানান, মুনিয়া হত্যাকান্ডের দু দিন পর থেকে বেনামে বিভিন্ন নম্বর থেকে প্রতিদিন ফোন কল আসে।ফোন রিসিভ করলেই ওপাশ থেকে বলতে থাকে আপনি কার বিরুদ্ধে মামলা করেছেন জানেন? তার বিরুদ্ধে মামলা করে কিছুই হবে না। আপনারা কিছুই করতে পারবেন না। ভালো হয় মামলা তুলে নেন। না হয় ভবিষ্যতে খারাপ হবে।

[৪] নুসরাত জাহান আরো বলেন, এসব হুমকি ধমকির কারনে আমি ভীত সন্ত্রস্ত আছি। তাই জীবনের নিরাপত্তা চেয়ে কোতয়ালী মডেল থানায় জিডি করেছি।

[৫] বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আনোয়ারুল হক জানান, শনিবার বেলা ২ টায় আমরা সাধারণ ডায়েরীটি গ্রহণ করি। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে বলা যাবে।

[৬] উল্লেখ্য, রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে গত সোমবার ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মেয়েটির বড় বোন আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা করেন। মামলার পর থেকেই বিভিন্ন নম্বর থেকে হুমকি ধমকি আসতে থাকে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়