শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৮:৪৩ রাত
আপডেট : ০১ মে, ২০২১, ০৮:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম নগরীতে ২৫ লাখ টাকার ক্ষতিকর জর্দা জব্দ

দিদারুল আলম: [২] নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার মেসার্স নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ ক্ষতিকর জর্দা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম। এই জব্দকৃত ভ্যাট, সম্পূরক শুল্কসহ জর্দার মুল্য প্রায় ২৫ লাখ টাকা।

[৩] শনিবার (১ মে) পশ্চিম মাদারবাড়ি এলাকার মেসার্স নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস নামীয় প্রতিষ্ঠান অবৈধ জর্দা জব্দ করা হয়।

[৪] কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রাম এর সহকারী কমিশনার মােঃ শাহীনূর কবীর পাভেল বলেন, গোপন সংবাদ ভিত্তিতে মাদারবাড়ি এলাকায় মেসার্স নিরাপদ ট্রান্সপোর্ট এন্ড পার্সেল সার্ভিস এর যাত্রাবাড়ী শাখা হতে ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে চট্রগ্রামের চাক্তাই, দোহাজারি, রাংগামাটি জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ভ্যাটের বৈধ কাগজপত্র ব্যাতীত ১৭টি কার্টুন বোঝাই জর্দা প্রেরণ করা হয়েছে।

[৫] প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে অবৈধ তামাকজাত পণ্যের নিয়ন্ত্রণে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট হতে বেশ কিছু অভিযান ও ব্যবস্থা গ্রহণের কারণে ভ্যাট ফাঁকির জন্য কিছু অসাধু ব্যক্তি কুরিয়ার সার্ভিসকে বেছে নিয়েছে। এ বিষয়ে ভ্যাট আইনানুসারে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

[৫] উল্লেখ্য, তিন দিন আগে নগরীর কদমতলী এলাকার জিদান ট্রান্সপোর্ট এজেন্সী হতে প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ জর্দা উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়