শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ মে, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ০১ মে, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মডার্নার ভ্যাকসিনকে জরুরি অনুমোদন দিল ‘হু’

রাশিদুল ইসলাম : [২] মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিনকে জরুরি অনুমোদনের তালিকাভুক্ত করার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মোট পাঁচটি ভ্যাকসিন তালিকাভুক্ত করল। এর লক্ষ্য হচ্ছে গুরুত্ব অনুযায়ী ওষুধ, টিকাকে যত দ্রুত সম্ভব সহজলভ্য করা। টাইমস অব ইন্ডিয়া

[৩] ভারতের উদাহরণ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, অন্য ভ্যাকসিনের সরবরাহ নিয়ে জটিল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় বেশি ভ্যাকসিনের অনুমোদন জরুরি ছিল। ভারতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশটিতে উৎপাদিত ভ্যাকসিন অন্য দেশে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

[৪] মডার্না চলতি সপ্তাহে জানিয়েছে, তারা উৎপাদন প্রক্রিয়া আরও বিস্তৃত করতে চায়। ২০২২ সাল নাগাদ ৩ বিলিয়ন ডোজ উৎপাদনের সক্ষমতা অর্জনের লক্ষ্য রয়েছে তাদের।

[৫] মডার্নার টিকা ১৮ বছরের বেশি বয়সী সব মানুষকে দেয়া যায়। এর আগে ফাইজারের এমআরএনএ ভিত্তিক ভ্যাকসিন গত বছর জরুরি ব্যবহারের জন্য প্রথম অনুমোদন পায়। এরপর অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসন ও সেরামেরটি তালিকায় স্থান পায়।

[৬] চীনের তৈরি ভ্যাকসিন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চলতি সপ্তাহের শেষ দিকে এ বিষয়ে একটা ঘোষণা আসতে পারে।

[৭] বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজরি গ্রুপ অব এক্সপার্টস অন ইমুনাইজেশন (এসএজিই) পরীক্ষা করে দেখেছে, মডার্নার টিকাটি ৯৪ দশমিক ১ শতাংশ কার্যকর।

[৮] মডার্নার টিকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর বলে এক মার্কিন গবেষণায় দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়